নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

ফটো ব্লগ - করোনাকালের ১৩ টি ছবি যা এই কঠিন সময়েও আপনাকে হাসিয়ে যাবে, ভাবিয়ে যাবে.............

১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭



করোনার কারণে আমাদের সবার জীবন অনেকটাই পাল্টে গিয়েছে। অনেকেই আপনজনকে হারিয়েছেন, অনেকের ব্যাবসার খারাপ অবস্থা, অনেকের পরীক্ষা অনিশ্চয়তার মুখে। করোনায় সবার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যাচ্ছেতাই অবস্থা। কিন্তু এতকিছুর পরেও বলব ভালো রাখার চেষ্টা করুন, কৃতজ্ঞ থাকুন ওপরআলার প্রতি যে এখনো বেঁচে আছেন। করোনায় নিরাপদে থাকার জন্যে মাস্ক পরুন, বারবার হাত স্যানিটাইজ করুন, ভীড় এড়িয়ে চলুন এবং বাকি সকল নিয়ম মেনে চলুন।
এই কঠিন সময়ে কিছু মজার ও সচেতনতার ছবি নিয়ে এলাম। রিয়ালিটি ইজ দ্যা বেস্ট কমেডি! আশা করি, মুহূর্তের জন্যে হলেও হেসে উঠবেন এগুলো দেখে এবং নিজেকে নিরাপদ রাখবেন।

-----------------------------------------------------------------------------------------------------------------------------

১) করোনায় শুরু হওয়া লং ডিস্ট্যান্স হেয়ারকাট!



২) প্রাচুর্য কতটা ঠুনকো করোনা তা বুঝিয়ে দিচ্ছে.....



৩) ২০২০ এর মতো বছর যেন আর না আসে, যেতে যেতে পৃথিবীকেই না গিলে ফেলে সালটা!



৪) বাস্তবতা এবং আশা কখনো এক হয়না। ;)



৫) যাদের কোয়ারান্টাইনে থাকতে না পারা এবং কর্তৃপক্ষের রাখতে না পারায় - দেশের নিরীহ মানুষেরা আজ বিপদে!



৬) যে দেশের করোনার সংখ্যা নিয়ে সবচেয়ে সন্দেহ, সে দেশটি অন্য দেশগুলোর সাথে কথা বলছে....



৭) এই ছবিটির ক্যাপশন মন্তব্যে লিখেছিলেন ব্লগার কাজী আবু ইউসুফ (রিফাত)। তার লেখা ছবির সাথে বেশি মানানসই ও উপযোগী হওয়ায় পোস্টে যোগ করে দিচ্ছি।
"পুরো দুনিয়ার কর্পোরেটদের নতুন করে ভাবতে শিখিয়েছে এবং বিডি-তে অনেক অফিস অনলাইন প্লাটফর্ম ইউজার ফ্রেন্ডলি অফিস নিয়ে কাজ শুরু করে দিয়েছে।"




৮) একদিন পরীক্ষা থেকে মুক্তি অন্যদিকে অনলাইন ক্লাসের ঝামেলা - স্টুডেন্টরা অদ্ভুত এক আলোছায়ায়.....



৯) ডাক্তার ও পুলিশদের পাশাপাশি, সাংবাদিকেরাও হিরো। নানা সচেতনতা ও অব্যবস্থাপনার খবর সবার সামনে তুলে ধরতে গিয়ে করোনার মুখোমুখি যুদ্ধ করছেন তারা প্রতিনিয়ত। তাদেরকে ধন্যবাদ।



১০) বিশ্বব্যাপী ভ্রমণপিয়াসী মানুষেরা অনেক সমস্যায় পড়েছেন করোনার কারণে। দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন। তবে আমাদেরই ভালো। করোনার ছুটিতে!!!! বেড়িয়ে এলাম কক্সবাজার! :(



১১) একদিকে মানুষ ও তার গড়া সভ্যতার প্রতি করোনার কঠোর রূপ, অন্যদিকে প্রকৃতির দিকে তাকিয়ে করোনা দিচ্ছে নির্মল হাসি! মানুষ যখন সমস্যায় পড়ে ঘরে থাকে, প্রকৃতি তখন স্বস্তিতে! এর চেয়ে লজ্জার আর কি হতে পারে?



১২) এক কথায় দেশের করোনা পরিস্থিতি। বেচারা ডক্টর ও পুলিশেরা প্রাণের ঝুঁকি নিয়েও সাধারণকে বোঝাতেই পারছেন না করোনার ভয়াবহতা! সাধারণেরা ঝুলে যাচ্ছে করোনার দিকে.......



১৩) করোনা মনে মনে এটাই বলছে বাইরে দাড়িয়ে, তাই যতটা সম্ভব বাড়িতে থাকুন। বাইরে বেড়োতে হলে মাস্ক, গ্লভস নিয়ে যুদ্ধবেশে যেতে ভুলবেন না।



ছবিসূত্র: অন্তর্জাল!

মন্তব্য ৪৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩২

ঘরহীন বলেছেন: দারুন সব ছবি আর তার চাইতে সেরা সেরা সব ক্যাপশন। অসাধারণ।

১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: প্রথম মন্তব্যে অশেষ ধন্যবাদ। আপনি পোস্টটি পছন্দ করে অনুপ্রাণিত করেছেন।

অফটপিক - আচ্ছা আপনার নিক নেম ঘরহীন কেন?

২| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: হিহিহি, মজা পাইছি। ১০ নং বেস্ট ছিল। :)

১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ ঝিঁঝিঁ পোকা যে! নীরব থেকে সরব পাঠকে হয়েই গেলেন শেষমেষ! :)

কোনটা ভালো লেগেছে সেটা বলার জন্যে থ্যাংকস। হাসতে থাকুন সবসময়...

৩| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১০ নাম্বারটা সবচেয়ে ভালো লেগেছে।

১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: ওপরের মন্তব্যকারীও ১০ নম্বর টি বেশি পছন্দ করেছেন। আসলে হাসতে কার না ভালো লাগে?

আন্তরিক ধন্যবাদ মন্তব্যে।
শুভকামনা!

৪| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৯

কল্পদ্রুম বলেছেন: "I used to think that my life was a tragedy, but now I realize, it’s a comedy.", Mr. Joker

ছবিগুলো বেশ মজার।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:১২

সামু পাগলা০০৭ বলেছেন: হেই!

আরেকটি কোট শেয়ার করছি এ বিষয়ে - Life is a tragedy when seen in close-up, but a comedy in long-shot. – Charlie Chaplin.

চমৎকার একটি মন্তব্য করেছেন। থ্যাংকস।

৫| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ কালেকশন !!
মজা পাইলাম!!

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: মন্তব্যে প্রেরিত করলেন। অনেক ধন্যবাদ। পাবলিককে মজা দিতে এবং সচেতন করতেই এই পোস্টটি দেওয়া।
শুভেচ্ছা।

৬| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:০০

আকন বিডি বলেছেন: চা পানি কিছু আছে? :D

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই আজ তো মন্তব্যে বেশ পিছে পড়ে গেলেন! ;)

হ্যাঁ থাকবে না কেন, দুটোই আছে!

৭| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৮

আনমোনা বলেছেন: হা হা। সবই মজার।

ক্যালেন্ডারে সবগুলো ছবির মর্মার্থ বুঝলামনা। শুধে ওটা নিয়েই বোধহয় আরেকটা পোষ্ট দেওয়া যায়।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: মনা আপু! পোস্টে পেয়ে খুশি হলাম।

ভালো আইডিয়া দিয়েছ। কন্টেন্টের খড়া চারিদিকে, একেকটি ছবি নিয়ে পোস্ট দিলে খড়া কাটত। হাহা।

প্রথম দিকের ছবিগুলো অস্ট্রেলিয়ার বুশফায়ার, ইন্দোনেশিয়ার ফ্লাড, পৃথিবীর নানা দেশে হওয়া ফরেস্টফায়ার/ভূমিকম্পের মতো দূর্যোগগুলো আর করোনাভাইরাসকে রিপ্রেজেন্ট করছে। পরের মাসগুলোতে প্রেডিকশন যে এভাবে চলতে থাকলে পৃথিবী ধংস্বও হয়ে যেতে পারে!

ভালো থেকো আপু! :)

৮| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৯

আকন বিডি বলেছেন: কি করবো ম্যাম, সারা দিন অফিস করে, রাতে বাসায় এসে কিছু মুখে দিয়ে সামুতে আসলাম।
নেন আমার তরফ থেকে চা আর লাচ্ছি, আমার নিজের হাতে তৈরি।কি করবো ম্যাম, সারা দিন অফিস করে, রাতে বাসায় এসে কিছু মুখে দিয়ে সামুতে আসলাম।
নেন আমার তরফ থেকে চা আর লাচ্ছি, আমার নিজের হাতে তৈরি।



ছবির কোয়ালিটি খারাপ পুরাতন মোবাইল দিয়ে তোলা।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: থ্যাংকস এ লট। নিজের হাতে তৈরি করা জিনিস ব্লগের মানুষের সাথে শেয়ার করে অনেক আন্তরিকতা দেখিয়েছেন। রিয়েলি সুইট অফ ইউ।

লাচ্ছি নাকি পায়েস? নাকি লাচ্ছা সেমাই?

৯| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৬

আকন বিডি বলেছেন: সরি লাচ্ছা সেমাই। খুব ক্ষুদা লেগেছিলতো তাই উল্টা পাল্টা লিখছি। :-B

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৪

সামু পাগলা০০৭ বলেছেন: আমি তাই ভাবি একটা মানুষ গরম চা আর ঠান্ডা লাচ্ছি একসাথে কেন খাবে? সামুপাগলার ব্লগবাড়িতে এসে পাগল হয়ে গেল নাকি? হাহা।

১০| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:২০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ সব ছবিl

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: পোস্টে পাশে থাকার জন্যে ধন্যবাদ নেওয়াজ আলি। প্রেরিত হলাম পজিটিভ মন্তব্যে।
ভালো থাকবেন।

১১| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৪

আকন বিডি বলেছেন: আপনার নাম হওয়া উচিত ছিল সামু পাগলী আপনি লিখেছেন সামু পাগলা।পাগল হওয়াইতো স্বাভাবিক সামুপাগলার ব্লগবাড়িতে এসে। এর পর আবার জিরো জিরো সেভেন। বন্ড এর নাম্বার। কি এক জটিল জিলাপীর প্যাঁচ। একদিকে পাগলীর পরিবর্তে পাগলা অন্য দিকে বন্ড। মাথা আউলাইয়া যাওয়া সেকেন্ড এর বিষয়। :-/

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৭

সামু পাগলা০০৭ বলেছেন: আমার একটা পোস্টে নিচের কথাগুলো লিখেছিলাম আমার নিক নেম নিয়ে, পড়ে নিন।

আমি যখন ব্লগ একাউন্ট খুলি অনেক ছোট ছিলাম। অন্তর্জালেও বেশ নতুন ছিলাম। তখন এতকিছু বুঝিনি। আমি ব্যাস এটা বোঝাতে চেয়েছিলাম যে সামু আমার অনেক পছন্দের। পাগলা লিখলে সবাই ছেলে ভাববে আর কনফিউজড হয়ে আমাকে বকাবকি করবে (প্রথমদিকের মতো), এবং অনেক প্রশ্নের উত্তর দিতে হবে এই বিষয়টি মাথায় আসেনি। পাগলা, পাগল, বুদ্ধিমান, গাধা একটা মেয়েকেও বলি আমরা চলতি কথায়। নিক খোলার সময়ে আমার এদিকটি খেয়াল রাখা উচিৎ ছিল, কিন্তু অতো ম্যাচিউরিটি সেই বয়সে ছিল না। উত্তেজিত ছিলাম ব্লগ একাউন্ট খুলছি! বিরাট ব্যাপার!
০০৭ এ আমার কোন দোষ নেই। সামুতে যখন একাউন্ট খোলার চেষ্টা করছিলাম শুধু সামুপাগলা চেয়েছিলাম, তারা বলল এটা এভেইলেবল না। সামুপাগলা০০৭ এভেইলেবল। ব্যাস নিয়ে নিলাম সাথে সাথে!
এরপরে নিক পরিবর্তন করিনি কেন? হুমম, এই নিকটির সাথে অনেক মায়া, স্মৃতি জড়িয়ে গেছে। আর এমনিও আমার এমন খারাপ অভ্যাস হয়ে গিয়েছে যে দু একজন ভাই, ভাইয়া না বললে মনেই হয়না সামু ব্লগে আছি! ;)

জিলাপীর প্যাঁচ কি ছোটাতে পারলাম?

১২| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আসলেই হাসি চলে আসছে।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম রাজীব নুর। হাসাতে পেরে পোস্ট সার্থক!
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

১৩| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আর একটা দরকার ছিলো। আমাদের মোল্লাদের প্রাথমিক ব্যক্তব্য এবং শেষে এসে পালটি খাওয়া নিয়ে।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: এক পোস্টে আর কতকি দেব? করোনাকালে কম নাটক তো হলো না দেশে ও বিশ্বব্যাপী!

মন্তব্যে ধন্যবাদ পাগলা জগাই।
ভালো থাকুন।

১৪| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৩

ঘরহীন বলেছেন: যার ঘর থেকেও ঘর নেই, তাকে কি বলা যায়? - সে কারণেই!

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৫

সামু পাগলা০০৭ বলেছেন: ইন্টারেস্টিং! ঘর থেকেও ঘর না থাকা মানে তো ঘরে আপনজন না থাকা!

১৫| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩২

ঘরহীন বলেছেন: হা হা হা, বিয়িং স্পেসিফিক ইটস লাইক, আপনার কেউ একজন আছে যাকে আপনি ভালোবাসেন, সেও বাসে, সেই আপনার ঘরণী। কিন্তু, দ্য ওয়ার্ডস মুভিতে লেখক যেমন বলে - I loved the words more than the woman I was writing them for! সেটাই দিনশেষে ঘরহীন করে দেয়।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: বাপরে স্পেসিফিক হয়ে তো আরো ক্রিটিক্যাল করে দিলেন ব্যাপারটা। ;)

loved the words more than the woman I was writing them for! -------- দারূণ!

ঘরণী প্রেম কমলে ঘরও আর আশ্রয় দিতে চায়না.....

১৬| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৮

অজ্ঞ বালক বলেছেন: কঠিন পোস্ট। মজা পাইলাম খুব।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ইগনোরেন্ট বয়! ;)

মজা পেয়েছেন জেনে খুশি হলাম।
ভালো থাকুন।

১৭| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ২:৩৯

আনমোনা বলেছেন: সামুতে যখন একাউন্ট খোলার চেষ্টা করছিলাম শুধু সামুপাগলা চেয়েছিলাম, তারা বলল এটা এভেইলেবল না। সামুপাগলা০০৭ এভেইলেবল। ব্যাস নিয়ে নিলাম সাথে সাথে!

নিশ্চয় কেউ একজন সামুপাগলা নিক নিয়েছিলো। কোথায় সে ব্যাটা( অথবা বেটি)?

১৮ ই আগস্ট, ২০২০ রাত ২:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: মন্তব্য প্রতিমন্তব্যগুলো পড়ার জন্যে থ্যাংকস আপু।

আসলেই তো! কোথায় সে? কোনদিন তো দেখলাম না। তাকে খুঁজতে মাইকিং করতে হবে সামুপাড়ায়। :)

১৮| ১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৯

পদ্মপুকুর বলেছেন: মানুষের ক্রিয়েটিভিটি দেখে মাঝে মধ্যেই তব্ধা খেয়ে যাই... বিমানভ্রমণের ছবিটা দেখেও ওরকমই হলো আরেকবার।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: আসলেই, মানুষই পারে এতটা সৃষ্টিশীল হতে। সবচেয়ে শক্তিশালী প্রানী মানুষ নয়, কিন্তু তবুও জংগলের সবচেয়ে শক্তিশালী জীবদের ওপরে রাজত্ব করছে! বুদ্ধি ও সৃষ্টিশীলতার জোড়েই এটা সম্ভব হয়েছে।

দারূণ মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা!

১৯| ১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১১:১৫

মনিরা সুলতানা বলেছেন: জব্বর ক্যাপশন হইছে ;)
আমার তো এখন ই ১০ নং এর মত ছবি তুলে ফেবু তে দিতে ইচ্ছে করছে :)

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩১

সামু পাগলা০০৭ বলেছেন: ইচ্ছে করলে দিয়ে দিন মনিরা আপু, ইচ্ছে অপূর্ণ রাখা ঠিক না। ;)

২০| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম রাজীব নুর। হাসাতে পেরে পোস্ট সার্থক!
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যে।

আমি খুব কম হাসি। কিনতি আমি অনেক হাসতে চাই।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: সুরভি ভাবীর মতো বউ আর একটা সুইট বাচ্চা যার আছে, তার জীবনে হাসির অভাব কি করে থাকতে পারে? আপনার তো সারাক্ষনই হা হা হি হি করার কথা। :)

২১| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিও ক্যাপশন দুই অনন্য।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। ছবির ব্যাপারে কোন ক্রেডিট নিতে না পারলেও, ক্যাপশনের ক্রেডিট আমার। হাহাহা।
ভালো থাকবেন।

২২| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপু, চমৎকার উপস্থাপনা,

৭ নং এমসিকিউ - পুরো দুনিয়ার কর্পোরেটদের নতুন করে ভাবতে শিখিয়েছে এবং বিডি-তে অনেক অফিস অনলাইন প্লাটফর্ম ইউজার ফ্রেন্ডলি অফিস নিয়ে কাজ শুরু করে দিয়েছে।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ অসাধারণ একটি মন্তব্যে।

আমি ৭ নং এর জন্যে বেশি কিছু লিখিনি কেননা মনে হয়েছে লিখতে গেলে লম্বা কিছু লিখতে হবে এবং এমনিও ছবি দেখেই পাঠক বুঝে যাবেন জোকটা। কিন্তু আপনার মন্তব্যে, খুব ছোট করে সুন্দর ভাবে লিখেছেন ছবিটা নিয়ে।

ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার দুটো লাইন পোস্টে ব্যবহার করতে পারি? পোস্টে আপনার নামও এড করে দেব অবশ্যই। ভেবে দেখুন এবং আমাকে জানান।
ভালো থাকুন।

২৩| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

করোনায় কেড়ে নেয়া হাসি ফিরিয়ে দেয়ায় অনেক অনেক ধন্যবাদ সখি!

”লিখতে লিখতে থমকে যা্ওয়া
ভাবতে ভাবতে হঠাৎ হারিয়ে যাওয়া- অসীম শুন্যতায়
নিউ নরমাল জীবনে খাপ খাওয়ানোর অবিরাম সংগ্রাম
অনিশ্চিত নিশ্চিতের নিত্য টানাপোড়েন!” -

করোনাকালীন জীবন চিত্র!

প্রচন্ড ক্ষুধাতুরের সামনে কাঁচা পিয়াজ, মরিচ আর টমেটো দিয়ে বানানো
জিভে জল আনা ঝালমুড়ির মতো মুচমুচে পোষ্ট ;)

রিফ্রেশমেন্টের জন্য এত্তগুলান ধইন্যা :)

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা!

কেমন আছেন? আমি আমার একটি পুরোন পোস্টে আপনার মন্তব্য দেখলাম সেদিন। অনেকদিন পর্যন্ত চোখে না পড়ায় উত্তর দেওয়া হয়নি, কিন্তু কিছুদিন আগে চোখে পড়ল আর প্রতিমন্তব্য করে ফেললাম। আপনি সেটার নোটিফিকেশন পেয়েছেন তো?

বরাবরের মতো চমৎকার মন্তব্যে মন ভালো করে দিয়েছেন। ঐ ৪ টি লাইন একেবারে সাধারণের মনের কথা। আসলেই - অনিশ্চিত নিশ্চিতের নিত্য টানাপোড়েন! কেউ জানে না কালকের সূর্য কি খবর নিয়ে আসবে।

মোস্ট ওয়েলকাম। আপনাকেও ধন্যবাদ সুন্দর কথাগুলোর জন্যে।
সুখে থাকুন, সুস্থ থাকুন।

২৪| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন: ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার দুটো লাইন পোস্টে ব্যবহার করতে পারি? পোস্টে আপনার নামও এড করে দেব অবশ্যই। ভেবে দেখুন এবং আমাকে জানান।
ভালো থাকুন।[/sb

--আপু, আমার নাম দিতে হবে না, লিখে দিন পারমিশন সবসময় স্বয়ংক্রিয়! আপনার লেখা, মেধা ও শ্রম দেখে মাঝে মাঝে হিংসা লাগে - এত ব্যস্ততার মাঝেও আপনি সুন্দর লিখে যান; ব্লগে সবাইকে - পালস্ -এ রাখেন- ক'জনই বা পারে এমনভাবে। ভালো থাকুন নিরন্তর-লিখে যান প্রানান্তর।

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপু, আমার নাম দিতে হবে না, লিখে দিন পারমিশন সবসময় স্বয়ংক্রিয়!
সো সুইট অফ ইউ! মন ভরে গেল কথাটা পড়ে। আপনি না বললেও নাম তো দিতেই হয়! পারমিশন দেবার জন্যে থ্যাংকস এ লট, নাম সহ লাইন দুটো পোস্টে যোগ করে দিয়েছি। আসলে ছবির সাথে এত বেশি মানানসই ছিল ক্যাপশনটি যে মনে হচ্ছিল পোস্টটি পূর্ণতা পাবে যোগ করলে।

প্রশংসার জন্যে ধন্যবাদ। মারাত্মকভাবে অনুপ্রাণিত হলাম। পাশে থাকুন সামনেও।
শুভকামনা সকল!

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০

মূর্খ বন মানুষ বলেছেন: বর্তমানে মিমস অনেক জনপ্রিয়। কিছু কিছু মানুষ এই মিমস এর কল্যাণে অনেক জন প্রিয়তা ও পেয়েছে। আবার ওপর দিকে কারো কারো ব্যক্তিগত ছবি বা কিম্ভূতকিমাকার মুহূর্তের ছবিকে মিমস বানিয়ে বিনা অনুমতিতে নেটে ছেড়ে তাদের হেয় প্রতিপন্ন অবস্থার মধ্যে ফেলেছে।

বর্তমান সময় অনুসারে একদম পারফেক্ট একটা মজার পোষ্ট। আমার কাছে ৪ নাম্বার সবথেকে বেশি ভাল লেগেছে যেহেতু এখন আমার অবস্থা কিঞ্চিৎ ৪ নাম্বার ছবির মতোই! আপনাকে ধন্যবাদ এমন গুরুগম্ভীর সময়ে একটু সময় এর জন্য হেলেও মুখে হাঁসি ফোটানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.