নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

ফটো ব্লগ উইথ বকবক: সামু ব্লগ যদি জংগল হতো তবে কেমন হতো? ;)

২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭



কখনো কি ভেবেছেন যে সামু ব্লগ যদি একটা জংগল হতো আর ব্লগারেরা পশু পাখি তবে কেমন হতো সেই ব্লগিং? নাহ অবশ্যই ভাবেন নি। এহেন উদ্ভট চিন্তা শুধু সামুপাগলার মাথাতেই আসতে পারে। ;) সেই চিন্তার প্রতিফলন এই পোস্ট। আশা করি এই জংগলের এই জার্নি সবাই অনেক এনজয় করবেন। :)
কারো নিক নেম যদি মিলে যায় পোস্টে দেওয়া কাল্পনিক নিকগুলোর সাথে তবে তা একেবারেই কাকতালীয়।
-----------------------------------------------------------------------------------------------------------------------------
১) এক গরু যার নিক নেম "পাগলা গরু০২" অনেক কষ্টে, গবেষনা করে, জংগলের অলিগলি ঘুরে গরুর খাদ্য ও পুষ্টিগুণ নিয়ে কিছু তথ্য সামু জংগলের পাতায় পাতায় এঁকেছে। কিন্তু সেই পাতাগুলোকে অন্য গরুরা পাত্তাই দিলনা! সেটা দেখে হতবাক, দুঃখী চেহারায় ঘুরে বেড়াতে লাগল আমাদের পাগলা গরু০২।



পাগলা গরু০২ হতাশ হয়ে একদিন তিনটি ঘাসকে একসাথে রেখে দিল। বাব্বাহ! সকল গরু মহিষ হুমড়ি খেয়ে পড়ল। কে আগে ঘাস খেতে পারে সেটা নিয়ে যেন লেগে গেল প্রতিযোগিতা! :D



সেই মুহূর্তে পাগলা গরু০২ সকল দন্ত বিকশিত করে মনে মনে ঠিক করে ফেলল, মেধা ও শ্রম আর অপচয় করবেনা। এবার থেকে সবাইকে ঘাস খাওয়ানোর চেষ্টাই করবে। গরু পাঠক যা খাবে, গরু লেখক তো তাই গেলাবে! ;)

২) অন্য দিকে "দ্যা বেংগল টাইগার০৭" ছোট্ট একটি লেখন পেশ করল "সিংহ নয় সকল প্রাণীরই হওয়া উচিৎ বনের রাজা" বিষয়ে। সেটা নিয়ে অন্য এক বাঘ যা বলল সেটা মানুষের ভাষায় অনুবাদ করলে দাড়ায়;
"বনে এক রাজা না থাকলে বিশৃঙ্খলা তৈরি হবে, তাই এসব নিয়ে কথা বলা সিংহ রাজের অবমাননা! জংগলের প্রাচীন নীতির অপমান!"
তাতে আরেক বাঘের মন্তব্য - "সিংহও অন্যান্য প্রাণীর মতোই আরেকটি জীব। তবে কেন বাপু তারা আলাদা করে সবার ওপরে ছড়ি ঘোরাবে?"
প্রথম ও দ্বিতীয় বাঘের পক্ষে একের পর এক তর্ক হতে হতে, পুরো জংগল দু ভাগে ভাগ হয়ে গেল। "আমিই ঠিক" প্রমাণে ঝগড়া, মারামারিতে বন জংগল ধ্বংস হতে থাকল! বাঘে বাঘে শত্রুতায় অন্য প্রাণীরা হাসাহাসি করা শুরু করল।



তখন "দ্যা বেংগল টাইগার০৭" মনে মনে - দিছি প্যাঁচ লাগাইয়া! :P



৩) কাকদের দল একের পর এক পদ্য মধুর!! সুরে গেয়ে যাচ্ছে।

কা কা কা
খা খা খা
কা কা কা
খা খা খা!



সুর ভেসে আসা মাত্র বাকি সব কাক ঠোকর দিয়ে লাইক বাটন টিপতে দেরী করছেনা। ;) বাহ কি একতা তাদের!



অন্যদিকে জংগলের অন্য সকল পাখির হৃদয় নিঙ্গারানো, দর্শনভিত্তিক এবং অর্থবহ কাব্য ও সুর পেছনে পরে যেতে থাকে।
ধীরে ধীরে, সেসব পদ্যের সংখ্যা জংগলের বিলুপ্ত পাখিদের মতোই হতে থাকে। রঙিন পাখিকে জংগলে এবং গুণী কবিকে লেখালেখিরর আকাশে উড়তে সাহায্য করা উচিৎ। নাহলে খাঁচাবন্দি হয়ে পড়বে কিছু সুন্দর কাব্যিক লাইন!

৪) সামু জংগলের অন্য দিকে "প্রহর জেব্রার" নামক এক ব্লগার ১০ মিনিট কঠোর!!?? পরিশ্রম করে ছেড়া দুটো পাতা জোগাড় করল। সাথে সাথে অন্য জেব্রারা তাকে জানিয়ে দিল এটা ফেবু নয় সামু জংগল। এখানে পরিচ্ছন্ন, সতেজ পাতা জোগাড় করতে হয়। কোথায় ফেবু জংগলে তার দুটো পাতায় ২০০ জেব্রা হুমড়ি খেয়ে ভীড় করত আর কোথায় এই নতুন জংগলে সবার বকা পাচ্ছে!

ফেবু জংগলে -



সামু জংগলে -

"জেব্রার প্রহর" ভাবল নিজের জংগলে তো সবাই রাজা বন্ধুদের মাঝে কিন্তু নিজেরে তো জানা যায় অজানার মাঝে! প্রথম দিন সে দুই পাতা জোগাড় করলেও কিছু মাস পরে পুরো এক মাঠ ঘাস ও পাতা খুঁজে বের করে ফেলল। সময়ের সাথে সাথে বানিয়ে ফেলল প্রচুর বন্ধু সামু জংগলে। আহা! সেদিন "গঠনমূলক" বকা না পেলে কি সে এতকিছু শিখতে পারত? :)



৫) এক নিরীহ মহিষ যাক নিক - "মহিষের ছেঁড়া ডায়েরী" ঘন্টার পর ঘন্টা ব্যায় করে, মেধা ও পরিশ্রম দিয়ে নিজের ব্যক্তব্য পেশ করল।
তাকে এক হিংস্র নেকড়ে এসে বলল; "এমন ফাউল কথা কেউ কয়? যত্তসব আউল ফাউল বকবক।"
ওমা মজার ব্যাপার! সাথে সাথে আরো তিন চারজন নেকড়ে একই রকম কথা বলতে থাকল! কেউ কেউ একের পর এক বাজে ছবি আঁকা পাথর ছুড়ে দিতে থাকল মহিষের দিকে! নিন্দুকেরা বলে "মাল্টি" ;) এটাক একের ওপর! বেশ কিছু নেকড়ের এটাকে কিছু সরল মহিষ মত দিলেন সমালোচনা জংগলের অংশ! সবার মাঝে পিষতে থাকে বেচারা "মহিষের ছেঁড়া ডায়েরী"!"



কিন্তু গল্প এখনো শেষ হয়নি। সামু জংগলের বিজ্ঞ মহিষেরা ব্যক্তিগত আক্রমণ ও সমালোচনার পার্থক্য বোঝাতে বসলেন। বনের রাজা "কাভা!" ;) সচেতন হলেন এবং যুদ্ধ বাঁধাতে আসা নেকড়েগুলোকে জংগল থেকে বিতাড়িত করতে লাগলেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় জয়ী হলো। সামু জংগলে আবারো সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। :)



-----------------------------------------------------------------------------------------------------------------------------

শেষ কথা: বাব্বাহ! ভাগ্য ভালো আমরা মানুষ এবং সামু ব্লগ কোন জংগল না। আমাদের সামুতে তো ওপরের ঘটনাগুলো ঘটেই না। :P

ছবিসূত্র - অন্তর্জাল!

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা বেশ, :-B বেশ, বেশ।

সামুর জংগলে সবাইকে স্বাগতম।

সমমনা স্বার্থের ক্ষেত্রে সবাই অলিখিতভাবে একজোট হয়ে একই রকম শব্দ / দাবী উত্থাপন করে (প্রমাণীত)।সেক্ষেত্রে মানুষ বা প্রাণী যাই হোক আওয়াজ একই হয় / হবে ।

তবে রাজা রাজাই।আর রাজার প্রয়োজন কমলেও শেষ পর্যন্ত রাজার দরকার আছে । সমাজ / জংগল থেকে সকল প্রকার অপশক্তি দূর করে শান্তি ও শৃংখলা বজায় রাখার জন্য তা ব্লগেই হোক বা জংগলই হোক।

আর তার পর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকবে।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: বোল্ড লাইনগুলো বেশ বলেছেন তো! আসলেই তাই! যেকোন প্রাণী সমাজের প্রতিবাদের সুর একই রকম হয়।

তবে রাজা রাজাই।আর রাজার প্রয়োজন কমলেও শেষ পর্যন্ত রাজার দরকার আছে ।
হাহাহা, দ্যা বেংগল টাইগার০৭ মনে হয় সত্যিই ক্যাচাল বাঁধিয়ে ছাড়বে। :P

চমৎকার একটি মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা।
শুভকামনা সকল!

২| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমি ২য় হইছি চা দেন আপু :D

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৮

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ আপনি! কতদিন পরে পেলাম। কেমন আছেন?

আপনি ২০ তম হলেও চা ঠিকই দিতাম। :)

৩| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: হাতে সময় কম বলে এখন আর এই জঙ্গলে আসা হয়না খুব একটা। নইকে কাকা খাখা করে সময় কাটাইলে ও কম খারাপ লাগে না।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৯

সামু পাগলা০০৭ বলেছেন: কাকা খাখা করে সময় কাটাইলে ও কম খারাপ লাগে না।
হাহাহা! লিজেন্ডারি কমেন্ট!

আপনি আবারো রেগুলার হন তো, কাজ টাজ তো হতেই থাকবে। :)

৪| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:১৬

কল্পদ্রুম বলেছেন: আপনার পর্যবেক্ষণগুলো খুব মজার হয়।ব্লগ নিয়ে এরকম পোস্ট দেখলে পড়ি।ঠাট্টার ছলে ব্লগের পরিবেশ সম্পর্কে কিছু জ্ঞানও পাওয়া যায়।

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:২১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই কল্প! ভালো আছেন তো?

ধন্যবাদ ধন্যবাদ! মজা এবং জ্ঞান একসাথে দিতে পারলে পোস্ট গোল্ডেন এ প্লাস পাবে। ;)

৫| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাইরে একটা ফোন দেওয়া দরকার, বেচারার আড্ডার সুযোগ আইসা পড়ছে :D

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: না না আপনি আমাদের হেনাভাইকে নিয়ে নিলে তাকে তো আর আমরা আড্ডাঘরে পাবনা। হাহাহা! ;)

৬| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: যোগ্য রাজা-ই শান্তি ফিরিয়ে আনতে পারে সবখানে, সবার মাঝে; নতুন আঙিকে লেখায় বিনোদিত!

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪০

সামু পাগলা০০৭ বলেছেন: বিনোদিত করতে পেরে আনন্দিত।
অল্প কথায় সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

৭| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩৬

কল্পদ্রুম বলেছেন: ভালো আছি।ধরে নিচ্ছি আপনিও ভালো আছেন।গোল্ডেন এ প্লাস ভালো জিনিস না।আবার পুরাতনও হয়ে গেছে।ডায়মন্ড এ প্লাস পেলে কেমন হয়! কিংবা প্লাটিনাম এ প্লাস!

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪১

সামু পাগলা০০৭ বলেছেন: কেন ধরে নিচ্ছেন? জিজ্ঞেস না করেই কেন ধরে নিচ্ছেন?

নাহ নাহ গোল্ডই ভালো। ওল্ড ইজ গোল্ড এন্ড গোল্ড ইজ.....!?? কি হবে? ওল্ড গোল্ড হলে গোল্ড কি হবে? :D

৮| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

রাকু হাসান বলেছেন:


হাহাহা এই বাকি ছিল!! B-)) B-) । সামুপাগলার আড্ডাঘর থেকে সামু পাগলার জঙ্গল। =p~ হুম এমনই চিন্তা আপনিই করতে পারেন । তাই আপনি পাগলা। জাত পাগলা ;)
দারুণ ম্যাসেজ

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:০১

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ রাকিব যে!

না এটা তো সামুপাগলার জংগল না, সামু জংগল, সামুবাসীর জংগল! :)

আমি একদমই পাগলা না, আমার মাথার ২০ টার মধ্যে মাত্র ১৭ টা স্ক্রু ঢিলা। :P

দারুণ ম্যাসেজ
ধন্যবাদ।

আন্তরিক ও মিষ্টি মন্তব্যটিতে মন ভালো হয়ে গেল।
ভালো থাকবেন।

৯| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:০০

শায়মা বলেছেন: এই জংগলে হরিণ আছে, হাতি আছে কত কিছু আছে!!!

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: হেই শায়মা আপু!
সামু জংগল তো! পৃথিবীর সকল প্রাণীই আছে। ডাইনোসরও কোথাও না কোথাও খুঁজলে পাওয়া যাবে। ;)

অফ টপিক: আমার লাস্ট পোস্টে কুইজ জিতেছেন, না দেখলে দেখে নিয়েন। :)

১০| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৩

আকন বিডি বলেছেন: সামু জংগলে সামু পাগলা০০৭ কি করে? তার বর্ণনা কই? :-/

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৫

সামু পাগলা০০৭ বলেছেন: সামু পাগলা ০০৭ তো লোকালয় সামুর বাসিন্দা। সামু জংগলে সে শুধু পোস্ট লিখতে গিয়েছিল, ঘুরে টুরে আবার ফিরেও এসেছে। ;)

১১| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:২৮

কল্পদ্রুম বলেছেন: এরকম ফান পোস্ট দেখে অনুমান করেছি।আচ্ছা, ভালো আছেন?
ওল্ড ইজ গোল্ড হলে গোল্ড ইজ নো আইডিয়া।আমিও ভেবে পাচ্ছি না। :)

২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: মানুষ তো দুঃখ লুকাতেও হাসিঠাট্টা করে। ফান পোস্ট দেখে অনুমান করার কিছু নেই।

আচ্ছা, ভালো আছেন?
হ্যাঁএএ আছিতো!

আপনি বোকা আমি বোকামতী! ;) দেখি কোন বুদ্ধিমান সহব্লগার বলতে পারেন কিনা - ওল্ড গোল্ড হলে গোল্ড কি হবে?

১২| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৬

নেওয়াজ আলি বলেছেন: সামু জঙ্গলে বসে মহামারীর ভ্যাকসিন আবিষ্কার নিয়ে আলোচনাসভা করছে কাকের দল

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৪

সামু পাগলা০০৭ বলেছেন: হাহা বেশ বলেছেন। আপনার কথায় মনে হলো, করোনা নিয়ে পশু পাখিরা কি ভাবে? ওরা নিশ্চই বুঝতে পারছে পৃথিবীতে কিছু একটা হয়েছে যার কারণে মানুষজন ঘর থেকে বের হচ্ছেনা! এজন্যেই তো বন ছেড়ে রাস্তায় নেমেছে। view this link

১৩| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: আমি আজ প্রথম হতাম। সেরকমই ইচ্ছা ছিলো। কিন্তু হাসপাতালে গিয়েছিলাম। আমার এক বন্ধুর স্ত্রীর বাচ্চা হবে। তাই আজ প্রথম হতে পারি নি। স্যরি। কিন্তু বার্গার আর কোক কি পাওয়া যাবে? শুনুন আগের বার্গারটা ভালো লাগে নি। উন্নত মানের টা কি পাওয়া যাবে?

২৬ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৪

সামু পাগলা০০৭ বলেছেন: কোনদিনই তো আপনি প্রথম হতে পারেন না। ;)

আপনার বন্ধু ও তার স্ত্রীর জন্যে অভিনন্দন রইল।

এহ! আমার ব্লগবাড়িতে কখনো অনুন্নত খাবার থাকেনা। আগেরটাও উন্নত ছিল, আপনার তো সুরভি ভাবী ছাড়া কারো রান্না ভালো লাগেনা, তাই ওটা ভালো লাগেনি। ;)

১৪| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ২:০৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: নতুন অ্যামিবা হিসেবে জঙ্গলে প্রবেশ করেছি।তাই তেমন কিছু বুঝতে পারিনি।তবে সব কিছু ঝেড়ে ফেলে জঙ্গলের গল্প পড়তে ভাল লেগেছে। পোস্টের জন্য ধন্যবাদ।

২৭ শে আগস্ট, ২০২০ রাত ২:১৭

সামু পাগলা০০৭ বলেছেন: বুঝুন না বুঝুন পড়তে ভালো তো লেগেছে? সেটাই জরুরী। সময়ের সাথে সাথে সবকিছু বুঝে যাবেন।

মোস্ট ওয়েলকাম এবং আন্তরিক মন্তব্যটির জন্যে আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন!

১৫| ২৭ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মানুষের চেয়ে পশুরাই এখন অনেক বেশি ভালো আচরণ করেন।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫০

সামু পাগলা০০৭ বলেছেন: সেটাই ভাইয়া। আমি আমার একটা পোস্টে লিখেছিলাম, পশুরা শিকার করে সার্ভাইব করার জন্যে, শিকার না করলে বেঁচে থাকবে না সেজন্যে। কিন্তু মানুষ শুধু শখের বশেও অন্য মানুষের/প্রাণীর/প্রকৃতির ক্ষতি করতে পারে। যেই জীবের পরিচিতি মানবতা, তারাই কেমন যেন জানোয়ারের অধম হয়ে যাচ্ছে! অবশ্য প্রচুর ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে।

ধন্যবাদ মন্তব্যে।
ভালো থাকুন।

১৬| ২৭ শে আগস্ট, ২০২০ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। খাবার ভালো হয়েছে।
আসলে সুরভি আমাকে বাইরের খাবার খেতে দিতে চায় না। সব বাসায় বানায়। বার্গার, চিকেন ফ্রাই, পিজা সব। যদিও আমি চুপি চুপি বাইরে গিয়ে খাই।

২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: মোস্ট ওয়েলকাম!

ওমা! এটাতো ভারী অন্যায়। ;) ভাবী কষ্ট করে আপনার পছন্দের খাবার তৈরি করে আর আপনি বাইরে গিয়ে অস্বাস্থ্যকর খাবার খেয়ে আসেন?

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩১

মূর্খ বন মানুষ বলেছেন: আল্লাহ্‌ গো! এমন টপিক কি করে এক জনের মাথায় আসে! সিরিয়াসলি এটাও একটা লেখার টপিক! আমাকে আপনি সত্যি করে বলুন তো কি থেকে আপনার মাথায় এল এমন টপিক নিয়ে লেখার? তবে যাই হোক না কেন আপনার লেখা কিছু ভাল হয়েছে। পশুপাখির মাধ্যমে হলেও বর্তমানের ব্লগ আর সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর চিত্র ফুটে উঠেছে সাথে ফ্রি হিসাবে আছে আপনার রম্য করে লেখা। সব মিলিয়ে রম্য ভাল হয়েছে।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৬

গেঁয়ো ভূত বলেছেন: লিখাটা কিন্তু অনেক বেশিই চমৎকার ছিল!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.