![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুরাই যোদ্ধা; জীবনের পথে পথে খালি হাতে এক সরল যুদ্ধ
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা,
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকি--
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।
মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কিভাবে কবিগুরু রবীন্দ্রনাথ মানবের সকল অনুভূতির দেখা পাইলেন আর কিভাবেই বা এমন সুন্দর অকপট ভাবে মনের সকল ভাব প্রকাশ করিতে পারিতেন। সত্যিই আশ্চর্য!!
রবীন্দ্রসঙ্গীত ঠিক সুর, লয় আর তালে না গাইলে ঠিক কেমন যেন জমে না। আর গাওয়ার সময় গানের প্রতি প্রয়োজনীয় আবেগ আর মনোযোগটাও ঠিক ঠিক থাকা চাই।
নিচের গানটার গায়কী ভালো, অসাধারণ কিন্তু তারপরও ঠিক কোথায় জানি একটুখানি জমলো না। কারও কাছে এর থেকেও ভালো লিংক থাকলে যোগ করতে পারেন।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:৩৬
লাস্ট সামুরাই বলেছেন: হে হে হে, আমি ভাগ্যে বিশ্বাসী না কিন্তু মনে হয় রবি ঠাকুরের উপর ভাগ্য বেশ সুপ্রসন্ন ছিলো যে তিঁনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লিখে যেতে পেরেছেন। আর তাতেই আমরা পেয়েছি তাঁর অসংখ্য রচনা...
২| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০০
তাসনিয়া বলেছেন: ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকি--
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪২
লাস্ট সামুরাই বলেছেন: অসম্ভব সুন্দর কয়েকটি লাইন।
নজরুলের একটি প্রবন্ধে এমন কয়েকটি লাইন আছে যা বেশ ভালো লাগে...
"আমার বলিতে দ্বিধা নাই যে, আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী। যাহারা মানব জাতির কল্যাণসাধন করেন সেবা দিয়া, কর্ম দিয়া তাহারা মহৎ; কিন্তু সেই মহৎ হইবার প্রেরণা যাহারা জোগান, তাহারা মহৎ যদি না-ই হন অন্তত ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পেছনে রুধির-ধারার মত গোপন, ফুলের মাঝে মাটির মমতা-রসের মত অলক্ষ্যে।
৩| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৬
কদমা বলেছেন: স্পিডের জন্য শুনতে পারলাম না ; লিরিক্সটার জন্য কালেকশনে রাখলাম ।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:৪৪
লাস্ট সামুরাই বলেছেন: ধন্যবাদ। এই গান যখনি শুনবেন, দেখবেন যে দশ বা বিশ মিনিটের জন্য লুপে পরে গেছেন
৪| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১২
ইমন কুমার দে বলেছেন: কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়............
৫| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৯
ইমন কুমার দে বলেছেন: কতবার ভেবেছিনু।
২৬ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৩
লাস্ট সামুরাই বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ ।
৬| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪১
বৃষ্টিধারা বলেছেন: আমার অসম্ভব প্রিয় গান এটি ।
ধন্যবাদ ।
২৬ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৯
লাস্ট সামুরাই বলেছেন: এই গান একবার শুনলে কিছুক্ষণ সময় ধরে মাথার মধ্যে সুরটা ঘুরপাক খেতে থাকে।
৭| ১২ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৯
ফাইরুজ বলেছেন: ভিষন পছন্দের গান।
২৬ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৫
লাস্ট সামুরাই বলেছেন: পছন্দ হওয়ার মতই সুরেলা একটি গান। ধন্যবাদ।
৮| ০৬ ই মে, ২০১১ রাত ১০:১৭
রাজু বলেছেন: এই গানটি যতবার শুনেছি আপনার দেয়া লিংকটার মত জঘন্য কোনদিন শুনি নাই
০৯ ই মে, ২০১১ রাত ১২:২১
লাস্ট সামুরাই বলেছেন: হা হা হা, এই জন্যই তো ভালো একটা লিংকের প্রত্যাশায় আছি.... যদি থাকে তো কমেন্টে পোস্ট করেন।
৯| ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৭
নীল কষ্ট বলেছেন: অসম্ভব অসম্ভব রকমের পছন্দের গান
মনে আছে অনার্স ফাইনাল ইয়ারে মোবাইলে গানটা রাখতাম। এক্সাম হলে(ইনকোর্স) ঢোকার আগে শুনতাম, পরেও শুনতাম এমনকি খাতা দেয়ার আগের মুহূর্তেও শুনতাম
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
তাসনিয়া বলেছেন: UNBELIEVABLE! INCREDIBLE!
:!> :#>
আমি রবি ঠাকুর নামেই