নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

ফরিদপুরের ভাঙ্গায় ‘পদ্মাপারের ছোটকাগজ’ সম্পাদকদের মিলনমেলা

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯





বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে প্রকাশিত ছোটকাগজ সম্পাদক-কবিদের মিলনমেলা ২৭ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর মূল অনুষ্ঠান শুরু হয়। ‘পদ্মাপারের ছোটকাগজ সম্পাদকদের আড্ডা ও পরিচিতি’ শীর্ষক রাতব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে ছোট...কাগজ ‘মাদুলি’ উপদেষ্টা সম্পাদক সাঈদ মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় আগত সম্পাদক-কবিদের শুভেচ্ছা জানান ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান সুধীন দাস মঙ্গল। বক্তব্য দেন ছোটকাগজ ‘দৃষ্টি’ সম্পাদক বীরেন মুখার্জী, ‘অভ্র’ সম্পাদক জাহিদ সোহাগ, ‘কবি’ সম্পাদক সজল আহমেদ, ‘দূর্বা’ সম্পাদক গাজী লতিফ, ‘জীবনানন্দ’ সম্পাদক হেনরী স্বপন, ‘কথাশিল্প’ সম্পাদক সমর চক্রবর্তী, ‘সপ্তক’ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান, ’বেগবতী’ সম্পাদক সুমন শিকদার, ‘মলাট’ সম্পাদক আঁখি সিদ্দিকা, কবি অজয় রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, ‘উজান বৈঠা’ সম্পাদক নিরঞ্জন কুমার রায় প্রমুখ। এ পর্বে সঞ্চালক ছিলেন কবি পরিতোষ হালদার।

দ্বিতীয় পর্বে জাহিদ সোহাগ এবং সজল আহমেদ কেন ‘পদ্মাপারের ছোটকাগজ’ এর বিস্তারিত ব্যাখা দিয়ে আড্ডায় আহ্বান জানান উপস্থিত সম্পাদক-কবিদের। ব্যতিক্রমী আড্ডায় এ অঞ্চল থেকে প্রকাশিত ছোটকাগজের সমস্যা-সম্ভাবনাসহ ছোটকাগজ সর্ম্পকিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। আড্ডায় উপস্থিত সম্পাদকদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন, বীরেন মুখার্জী, জাহিদ সোহাগ ও সজল আহমেদ। তরুণ সম্পাদক-কবিদের উন্মুক্ত আলোচনায় প্রতিবছর ‘ছোটকাগজ মেলা’ আয়োজনের বিষয়টি প্রাধান্য পায়। এ পর্বে মতামত দেন, লতিফ জোয়ার্দার (সবুজ স্বর্গ), সানাউল্লাহ সাগর (আড্ডা), তুষার প্রসূন (জলসিঁড়ি), সুদেব চক্রবর্তী (গেরিলা), অরবিন্দ চক্রবর্তী (মাদুলি), কাজী হাসান ফিরোজ (চন্দনা), মুস্তফা হাবিব (অরুণিম), মোহাম্মদ জসীম (পৃষ্ঠা), হাসিবুল হাসান (আগামীর পথে), শিমন রায়হান, নিষাদ নয়ন, আরেফিন অনু (সতীর্থ), মাসুদ সুমন (কচুপাতা), হাসান মেহেদী (মেঘজল), অনিন্দ্য দ্বীপ (সাদা পাতা), তনজিম আতিক, কায়েস সৈয়দ ( চাতাল) প্রমুখ।

অনুষ্ঠানে এ অঞ্চল থেকে প্রকাশিত ছোটকাগজ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এবং আড্ডা শেষে প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ স্মরণে ভাঙ্গায় ছোটকাগজ মেলা করার সম্মিলিত সিদ্ধান্ত গৃহিত হয়। তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি সংসদ ও কবি প্রকাশনী যৌথভাবে অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.