নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

উম্মাদনা

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

গতোকাল সারাদিন অলস ভাবনায় কেটেছে বিচ্ছিন্ন সময়;

স্বপ্নের মাঠে আগাছা তুলে পরিচর্যা চলেছে, ভায়োলিনের কাতরতা

... থামিয়ে উল্লাসের উম্মাদনায় মাতিয়ে তোলতে সময়। এ রকম যাচ্ছিলো

এলোমেলো দিনগুলো...হঠাৎই দেখা তোমার- স্বর্গ বিচ্ছুত নক্ষত্র তুলে নেবার কালে।

অবরুগ্ধ অন্ধকারে লাল রেখা টানা রাজ্যে। আমিও তখন দূরে দূরবীন নিয়ে

কলম্বাসের সহযাত্রী।



তারপর কিছু খুনসুটির হাঁপানি, মুছে যাওয়া নোনা জলের দাগ আলোড়ন

তুলেছে আত্মার অবয়বে। সরস সময়ের প্রেমালাপে মগ্ন কবি মাতাল থেকে

আরো মাতাল হলো অস্পষ্ট তৃষ্ণা গিলে।



বিদুৎ চমকে গেলে স্পষ্ট দেখা গেলো বেসামাল কাতরতা।

ততক্ষনে নিস্তেজ হয়ে গেছে উৎসাহি মিছিল...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: সরস সময়ের প্রেমালাপে মগ্ন কবি মাতাল থেকে
আরো মাতাল হলো অস্পষ্ট তৃষ্ণা গিলে।


সুন্দর!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

সানাউল্লাহ সাগর বলেছেন: ভাঙ্গা ডানার পাখি / ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.