নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
নদীর উরু কামড়ে বেদে বহর-অদূরে কচুরিপানার নিরুদ্দেশ যাত্র- ওপারে নিঃসঙ্গ বৃক্ষের তৃষ্ণার্ত জ্বিহবা-আকাশের দরজায় কালো নেকাব-অন্তরালে সভ্য আলো- তার সাথে জীবনমগ্ন বাউল অসংকোচ উচ্চারণে সময়ের তবলা পেটাচ্ছে-
বাদলের আর্তনাদ- জলচ্ছ্বাসের হিংস্রতা মলাটবদ্ধ হয়ে আছে নির্বাক দর্শকের বুকে। বধির কৌতুহল উড়াল স্বপ্নের কেবিনে থেমে যাওয়ার পথে-
শৈশব আকরে নীল যমুনা পাড় হতে হতে সূর্য লা-পাত্তা- অধমের দম ফুড়াচ্ছে- নিঃশ্বাস আটকে যাচ্ছে- দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি পিছনে চলে যাচ্ছে সুখের নৌ-বহর- বিলাসী অট্টালিকা- সাজানো স্বপ্ন...অবশেষে জমানো স্মৃতি কষ্ট দিয়েই ভাঙালাম।
জানলাম-ভালোবাসা অসুখের নাম।
০৫-০১-১৩
©somewhere in net ltd.