নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
আধো-রোদ্দুর আধো ছায়ায় ডুবে পড়ন্ত নদীর বক্ষদেশে নিস্তেজ হাঁটা-চলা- স্রোত বিপরীত দৌড়ে ক্লান্ত ধুলোমাখা নাবিক। মেঠোপথের বিস্ময় ভরা কন্ঠে শৈশবের দৃঢ় উচ্চারণ-
থেমে যাওয়া হারমোনিয়ামে তাল হারানো গায়কী মজলিশে নাবালক শ্রোতা-হাতুড়ি তুলে ঢোল খেলা- মাইক ফেলে মুগ্ধতার শ্লোগান ছিঁড়ে ফেলা পুথির পাতায় পাতায় সাতরায়। রহস্যে ঘেরা মাতাল বাড়ি আড় চোখে তাকিয়ে দেখে অ-দূর নদী তীরে ঝিমিয়েপরা যৌবন।
২২-১২-১২
©somewhere in net ltd.