নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘ কবিতা থেকে কয়েকটি লাইন / সানাউল্লাহ সাগর

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫





অত:পর সে নেমে আসলো উর্ধবগামী অস্থিরতা থেকে; ঢেকীছাটা চালের সুভাস মাখানো কন্ঠে আবৃত্তি করলো-বিছানায় ডুবে যাওয়া পান্ডুলিপি। মন্ত্রমুগ্ধ মুরিদের মতোন শুনে গেলাম অ থেকে ং পর্যন্ত।



কি ছিল না এই সাবলীল বর্ণনার ঐতিহ্যপঞ্জিতে। বিস্ময় লাগানো চোখ বিমূর্ত চিত্রকলার আদলে সম্মুখ আরশীতে উল্টিয়েছে পাতার পর পাতা। বিশ্বাসের ভিটে বিছিয়ে দিয়েছে সরলতার ফরাশ-প্রগতির সিঁড়ি নেচেছে তুড়িতে তুড়িতে......



বিকেলগুলো সাজানো বেঞ্চিতে পরিজাত; ঘুড়ির ডানায় উড়ছিল নগরনায়নের নগ্ন নিঃশ্বাস। ঝুড়িভর্তি ঔষধি নিয়ে দাঁড়িয়ে ছিল ভোরের হাওয়া......



মেঠো পথের ধুলায় বাউলের সুঘ্রাণ।

১৮-০১-১৩



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: খুব সুন্দর!

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ মাহী

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: আপনার লেখা একেবারেই অন্যরকম! ভালো লাগছে--

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ জয়তি। অন্যরকম না লিখতে পারলে পাঠকরা পড়বে কেনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.