নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
গতোকাল থেকে নেমে গেছি ডুবুরির বেশে তোমার সরবরে- বৈঠা হাতে চুপিসারে অভিসারে দুপুরে কাম! ইলিশের নৌকায় অপেক্ষারত তৃতীয় প্রজন্মের চন্ডিদাস। আফসোস জমানো পুটলিতে আরো আরো দীর্ঘশ্বাস গুজে নেই, হতাশার প্লেগ জড়ালে আত্মহননের ফিকচার অংকনে সহয়ক হবে।
নীল মাদুলি লটকানো; উড়ে গেছে বিশ্বাসের শালিখ। সর্বহারার মিছিল জামতে শ্লোগান চলছে তিন পাতার জীবনে। সুরহীন আবৃত্তি নিয়ে খোড়ানো দুলহান হাঁটছে আর হাঁটছে- ফুড়াচ্ছে না পথ- এপথ ফুড়াবে না।
২২-১২-১২
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ জয়তি.............
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: খুবই সুন্দর লেখা।
ইলিশের নৌকায় অপেক্ষারত তৃতীয় প্রজন্মের চন্ডিদাস। আফসোস জমানো পুটলিতে আরো আরো দীর্ঘশ্বাস গুজে নেই,