নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
ফেরাতে পারিনি জলন্ত অভিশাপ টপকে দেয়াল পাশে উৎসবের মহড়া। অন্যদিন হলে আমিও পচে যেতাম গন্ধ গেলার সন্ধ্যায়-সন্ধ্যা তারার মতোন। আপদ হয়ে ঝুলে থেকেছি বহুকাল উজানস্রোতে...
শাল জড়ানো সকালে উৎসুক কুয়াশার কাঁধে স্কেচ হয়ে ঝুলানো থাকে সেই শৈশব। বাদরামী স্মৃতিগুলো হাততালি দেয় কান পর্যন্ত। পোট্রেটটা পকেটেই থাকে সারাদিন-
ঘুমালে জেগে থাকে আর্তনাদ। অদৃশ্য বোর্ড তালিকারা ভেসে বেড়ায় খিস্তির তারনায়। অন্ধকার ছুঁয়ে ভ্যাপসা অক্ষরগুলোর সাথে আমি দৌড়াই। তাজা দীর্ঘশ্বাসের পলিপাস নিয়ে-
আমি থামলেই পথও থেমে যায়।
২৫-১১-১২
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
shfikul বলেছেন: +++
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ/ৎঁৎঁৎঁ /shfikul
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি থামলেই পথও থেমে যায়।
সুন্দর।
প্লাস দিলাম।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ/ স্নিগ্ধ শোভন
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
ৎঁৎঁৎঁ বলেছেন: আমি থামলেই পথও থেমে যায়।
সুন্দর!