নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

নীল রাত্রির জ্যোৎস্নায় / সানাউল্লাহ সাগর

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২



নিকোটিনের মঞ্চে বারুদের ঘোড়া; নাভীমূল ঘিরে মধ্যরাতের ভবঘুড়ে। বিনোদন অপেরার দোলনায় জ্যোৎস্না পঞ্জিকার রূপালি হরফ। নিশানায় বাধা আছে রহস্যের ফিতে।



সাদা রুমালে জড়ানো সমাজ এড়ানো পুঁথি; পাঠ শেষে অস্থির উম্মাদনা। ধীর পায়ে কিশোরীথান রঙিন আল্পনার মোহে শূন্যে। অন্ধকারও হজম করেছে বহু আলোকিত শামিয়ানা- শেষ বয়ানে তার চিহ্ন স্পষ্ট।



রতিপাতে মুছরে পড়লে ধ্যান- আমি হেসে উঠি বেখেয়ালে। জ্বলন্ত চিতায় ডুবিয়ে দুধহাত তুলে আনি অতিসত্যের তম্রলিপি।

তার সাথে সহস্যে জেগে ওঠে অনাদরে ঘুমিয়ে থাকা চড়ুই।



বিশ্বাস -অবিশ্বাসের মাঝে দাড়ানো জ্যোৎস্না-ভয়ে ছুঁই না।



২৬-০১-১৩

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

আরজু পনি বলেছেন:

বাহবা! বেশ লাগলো তো!

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

অনিকেত প্রান্তর বলেছেন: ভাল লাগলো

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগা

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

নাজিম-উদ-দৌলা বলেছেন: হুম, ভাল লিখছেন।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ সকলকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.