নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
কত দিন হলো তুমি ফোন করো না
আমিও করিনা।
তোমার হাজারো ব্যস্ততা আমার আবেগ হজম করতে পারে না
তবে কি
ভুল লেখা!
ভুল পাঠ!
ভুল মুখস্ত!
তাহলে বৃথাই এই কর্মশালা।
... ভুলে যেতে বসেছি তোমার সখের জিনিসপত্রের নাম-
পছন্দের গান, কবিতা, সুর...
আমার মোবাইলে তোমার সেভ করা নম্বরটা হয়তো আছে
কিন্তু খুজে দেখা হয় না, কখনও ট্রাই করি না।
হয়তো মার্জিত বাংলায় শোনা যাবে
”দুঃখিত এই মুহূর্তে আপনার কাঙ্খিত মোবাইল নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।”
ভয় আর জড়তা দুটোই বন্ধু আমার
আর তুমি চাওয়া পাওয়ার সীমানা ছাড়িয়ে
দূরে
অনেক দূরে...
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ /প্রিন্স অফ পার্সিয়া
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: ভাই ভাল লেগেছে।