নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
এরকম যদি চলে যায় সময়-লুকিয়ে পড়বে সব। রাত নামলে খুঁজে পাওয়া যাবেনা কিছুই। এখন আর কেউ কষ্ট দেয় না। দূরে চলে গেছে সবাই অথবা আমি।
মুছে দিয়েছি হৃদয় লেপটানো রঙ। মাতাল থেকে আরো মাতাল হচ্ছি প্রতি ভোরে। পাতা কুড়ানো বিকেলগুলো বুক পকেটে রেখেছি যে কোনো সময় হাত বদল হবে। তারপর নিভে যাবে সব আলো।
পেন্সিল ঘুড়িয়ে আয়নার প্রতিবিম্ব মুখস্ত করে আর দিন ফুরাচ্ছে না। আলো তোমার-আমার। অন্ধকার শুধুই আমার। সুখ তোমার-আমার। কষ্ট শুধুই আমার।
জীবন আর প্রেম শুধুই বিকার!
©somewhere in net ltd.