নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
ফাগুন এলে ধূলোজমে থাকা পেইন্টিংয়ে
চালাই কর্মির হাত।
মরিচা পড়া মননের ডেরায় শানানোর
কাস্তে চলে জেগে ওঠা অবধি।
রঙ নিয়ে বসি সমকালের জমিনে
হারানো নকশা অলংকরণের
মাঝ দিয়ে চলে চেতনার স্রোত।
ফাগুন এলে
নোংরামির কালো রঙটা মুছে ফেলার দৃঢ়
প্রত্যয় সুর মিলাই ঝরা পাতার গানে।
নিংরানো সত্যের মাঠে সততার পতাকা উড়াই
স্বাধীনতার শরাবে গলা ভিজিয়ে
ঘোষণা দেই বিজয়ের
ফাগুন এলে
রক্ত আর জীবনের দামে কেনা মায়ের ভাষা বাংলা’র
প্রতিটি বর্ণ ছুঁয়ে দেখি হারিয়ে গেলো কিনা একটিও
কিংবা নিয়ে গেলো কিনা লুটেরা ভিনদেশী ডাকাত।
©somewhere in net ltd.