নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
ছেঁড়া বেতামের ইতিহাস পকেটে রেখে ঘুড়েছি ঝিমানো শহরের শরীরে। বিন্দুতে মাতাল একদল অশরীরী আত্মা ছায়ার মতোন আমার সাথেই ছিলো। ভয়হীন দরাজ কণ্ঠে দখিনা হাওয়ার লোকজগীত ছাতা হয়ে উড়ছিল নগ্ন ব্লাকহোলে হারানো থামাতে।
এতোসব গল্পের বীজ সমাজের উনুনে কতো কাল ধরে উত্তপ্ত হচ্ছে তার হিসেব নেই। দূরে থাকি বাচলতা থেকে- সাবধানে থাকি রেওয়াজের আওয়াজ থেকে। তবুও যে কিভাবে সমকালের তীরবিদ্ধ হই!
কিছুতেই এড়ানো যায় না রাজনীতির ডাস্টবিন। বেঁচে থাকতে হলে বাধ্য ছুতারের মতো নানা অভিজ্ঞতা দিয়ে সেলাই করে দিতে হয় সময়ের মোড়ক। অনুপায়- আলসেমী ঝেড়ে আমলার ফরাশে তড়িৎ সেলাইয়ের কাজে হাত লাগাই-
লোভ জমলে সত্য ভুলে যাওয়ার আশঙ্কা থাকে।
০৯-০৪-১৩
©somewhere in net ltd.