নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
নকশার নাইওরে
ভুল লিখে লিখে
মুছে ফেলে
অন্ধ যাতনার বরফ।
এভাবেই একদিন বিষিয়ে ওঠে
আশাহত পাগলীর দরদ-
ঝিমুতে ঝিমুতে
আড়ালের উঠোনে-
পপুলার নগরী
জীবনের বাইপাস
শেয়া্লের চোখ
কিছুতেই সে আর ঢাকে না
প্রিয়মুখের হাসি।
মদের ঘ্রাণে থিতানো নালিশ
কেঁপে কেঁপে ফিরতি পথে
ঝুঁকে পড়া ঠোঁটের গান ধরে...
এভাবেই মন্দ হাওয়া
চুড়ির রঙ
যুক্তির সাহসে ওম মাখিয়ে
আন্তজ্যামের সড়কে চলে এসো
খুব শীত ..শীত লাগছে
গভীর ..আরো গভীর করে
ছুঁয়ে থাকুক ঠোঁটে-ঠোঁট....
...............................
০৯.০১-১৬ খ্রিঃ, ইস্টার্ণ হাউজিং, পল্লবী ,ঢাকা।
©somewhere in net ltd.