নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
সাওতাল মেয়ে
এ কান্না তোর জন্য নয়
এ আকাশ তোর জন্য নয়
এ মাঠ তোর জন্য নয়
এ রাষ্ট্র তোর জন্য নয়!
সাওতাল মেয়ে
লোভের লাল চোখ তোর জন্য
সাধুর অন্যায় তোর জন্য
সচেতন দখল তোর জন্য
বুলেটের গন্তব্য তোর জন্য
সমস্ত বর্বরতা তোর জন্য
মৃত্যুর খিলখিল তোর জন্য...
ও মেয়ে তোর গতরে কানু’র প্রেম
দৃষ্টিতে সিঁদু’র তীর
তোর হাতে দ্যাখ লেগে আছে চাঁদ’র বিদ্রোহ
রক্ত মরে না
রক্ত হারায় না
রক্ত মুছে যায় না শিকারীর...
...................
১৯.১১.১৬ খ্রি:, ধানমন্ডি, ঢাকা।
২| ২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমনটা হওয়া উচিৎ নয়। প্রতিটি নাগরিকের স্বাচ্ছন্দ জীবন যাত্রা নিশ্চিত করার জোর দাবী জান্নাচ্ছি।কারণ সকলের সুখ ও দুঃখের অনুভুতি আছে।
৩| ২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পৃথিবীর যে কোন স্থানে যে কোন মানুষের নিরাপদ জীবন যাপনের মিনতি জানাই বিশ্বসভ্যতার দুয়ারে। আর নয় নিষ্ঠুরতা। মানুষ যেন মানুষের সাথে মানুষের মতো আচরণ করে।
৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬
ল বলেছেন: কবিতায় বিমুগ্ধ ভালোবাসা
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
বিজন রয় বলেছেন: ভাল বিষয়ের কবিতা।