নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
এই কুত্তা ! এতো আবেগী কথা বলছি বলে মনে করিস না—আমি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি। আমার এখন একটাই রাজকুমার। ওই পাগলাটা। যে কোনো কিচ্ছু ভয় পায় না। আমার মতো রাগী মহিলাকে কে কি করে যে বশ করে ফেলেছে সেটা ভেবে মাঝে মাঝে হাসি। হায়রে ভালোবাসা। যেখানে কোনো জাত পাত নেই বয়স যেখানে কোনো ব্যাপারই না। কেবল কাছে টানার মন্ত্র জানলেই হয়ে যায়। কি হয় রে ! তোর তো জানার কথা। তুই জানবি না তো কে জানবে। তুই তো আমার মাষ্টার। তোর হাতেই তো আমার হাতেখড়ি।
জানিস? জামাই মাঝে মাঝে আমাকে গান শোনায়। সে তো ভালো গান গায়। ছাত্র জীবনে গান গেয়ে অনেক প্রাইজ পেয়েছে। কিন্তু তার কণ্ঠে যখন ‘এসো প্রিয়া তোমার খোঁপায় দিবো তারার ফুল...’
আমি হারিয়ে যাই। সেখানে পাগলার মুখ থাকে। সেখানে তোর মুখ থাকে। সেখানে শাদা চামড়ার টানে কপোকাত হারামিটার মুখও থাকে। তুই কেনো এতো জ্বালাস আমাকে বলতো? তোকে তো আমি বারবার মন থেকে বিদায় করে পুত পবিত্র হতে চাইছি। চেষ্টা করছি। পারছি না কেনো বলতো! তোর কাছে কি কোনো আলাদিনের যাদু আছে?
গুহা- A Novel By Sanaullah Sagor
যুক্ত থাকুন : Click This Link
০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১২
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর। ঝরঝরে।