নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
গতকাল প্রকাশক জানালেন [ আমার প্রকাশিতব্য উপন্যাস ] ‘গুহা’র জন্য একটা ভূমিকা লিখতে হবে। তাও অল্প সময়ের মধ্যে। অল্প শব্দে ! ইতিমধ্যে সব কবিতার বইতে আমি ভূমিকা দেয়ার ডিসিশান নিলেও উপন্যাসের সাথে ভূমিকা থাকা উচিত কিনা সে প্রশ্ন আমার মধ্যে তৈরি হলো। এবং প্রশ্নটা দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে ভূমিকা লেখার সাহস কমতে থাকলো। তারপরও ভাবলাম সব বইয়ের সাথে একটা ভূমিকা থাকা খারাপ কিছু না। বরং পাঠক বইয়ের ভেতরে প্রবেশ করার আগে ভূমিকা পাঠে একটা পথ পেতে পারে। যে পথ তাকে বইয়ের ভেতরে টেনে নিয়ে যেতে পারে। লিখে ফেললাম একটা টুকরো গদ্য। তবে সেটা ভূমিকা হিসেবে কতোটা যোগ্য হলো সে প্রশ্ন নিজের মধ্যে থেকেই গেলো। বাকী উত্তর দিবেন মহামান্য পাঠক !
তো কথা হচ্ছে ‘গুহা’ আসছে। ভূমিকা সমেত। সব কিছু ঠিকঠাক থাকলে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর আগেই আগ্রহীরা ‘গুহা’ য় প্রবেশের সুযোগ পাচ্ছেন....
Sanaullah Sagor
১০ ডিসেম্বর ২০১৮ খ্রি:
যুক্ত থাকুন : ‘গুহা- A Novel By Sanaullah Sagor’ ফেইসবুক পেইজে
০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: গুহা নিয়ে এরকম একটি পোষ্ট আগেও দেখেছি।
০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭
সানাউল্লাহ সাগর বলেছেন: হুম। এটা গত ১০ ডিসেম্বর ২০১৮ পেইজে পোস্ট করা হয়েছিলো।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯
ইসিয়াক বলেছেন: শুভ কামনা রইলো।ধন্যবাদ