নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
আমার কোনো লেখা নিয়েই আমি অতোটা বিশ্বাসী হতে পারি না যে নিজের লেখার স্বপক্ষে তর্ক করতে পারি। বরং অনেক সময়ই নিজের লেখা নিয়ে নিজের কাছেই কুঁচকে থাকি। বারবার নিজেকেই শুনাতে থাকি। তারপরও নিজের উপর জোর করি না।
শিল্পের ক্ষেত্রে এটা আমি বিশ্বাস করি আমি যেটা পারবো না সেটা আসলে শত চেষ্টা করেও হবে না। চেষ্টা করে শিল্প হয় বলেও আমি বিশ্বাস করি না। আমার নিজের মধ্যে যেটা নেই সেটা আমি কখনোই পারবো না। সে কারণে বন্ধুদের কেউ ভালো লিখলে আমার ঈর্ষা হয় না। কারণ সে তার লেখা লিখবে আর আমি আমার লেখাটাই লিখবো। নিজের প্রতি প্রতিনিয়ত বিশ্বাস-অবিশ্বাস আমাকে এলোমেলো করে রাখে। সেইসব এলোমেলো দিনের বমি 'মাথার এপ্রোান'। দীর্ঘ কবিতার বই।
২০১৬ সালের শেষ দিক থেকে ২০১৮ সালের প্রথম দিকে লেখা ১২টি কবিতা নিয়ে ‘মাথার এপ্রোন’ পাণ্ডুলিপি তৈরি করা হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে আমার ৪র্থ কবিতার বই ‘মাথার এপ্রোন’। ‘মাথার এপ্রোন’ বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। আল নোমানের প্রচ্ছদে ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ঢাকার কাটাবনে অনুপ্রাণনের শোরুম ও অনলাইন বিপণন মাধ্যম রকমারি ডটকমে।
বই: মাথার এপ্রোন
লেখক: সানাউল্লাহ সাগর
ধরন: কবিতা
প্রকাশকাল: এপ্রিল ২০১৯খ্রি.
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন
মলাটমূল্য: ১৬০ টাকা
পৃষ্ঠা: ৬৪
৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪০
সানাউল্লাহ সাগর বলেছেন: কবিতার বই রেসপন্স দিয়ে বিচার করা কি ঠিক হবে ! আর রেসপন্স কিভাবে মাপবো ? বিক্রি না পাঠপ্রতিক্রিয়া? সে কারণে রেসপন্স কেমন সেটা বলা কঠিন। তারপরও যদি বিক্রির কথা জানতে চান তো এটা বলব বিক্রি তেমন হয়নি। আলোচনা-সমালোচনা-রিভিউ অল্পস্বল্প হয়েছে।
২| ৩০ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা
০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১২
ডার্ক ম্যান বলেছেন: কিছুদিন আগে আপনাকে আমি গায়িকা সালমার জামাই ভেবে ভুল করেছিলাম । দুজনের নামের এত মিল।
আপনার আগের কবিতা বইগুলোর রেসপন্স কেমন ছিল? ??