নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

উচ্চতর ছুটি ও মুখোমুখি তুমি ।। সানাউল্লাহ সাগর

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

মুখোমুখি দাঁড়িয়েছো
টানটান দূরত্ব
যেন জেগে নেই আর কোন ইদ;
রমরমা কুহকে জেগেছে নদী
বিরাম চিহ্ন ও ঘাস পড়ছে ধান !

ফুসফুস জ্বলছে জ্বরে
খড়ের আলোয় নিভে যাচ্ছো তুমি—
আহা কি ভিতু দিন
পারপারহীন যমুনা-সোহাগ;
ভরপুর সাহসে বেঁধেছো জোয়ান
ছুটি হয়ে গেছে শীত !

এভাবে টেনে নাও জাহাজের ঘুঘু
পাহাড়ি গানের মৌ—
জোছনার ঘ্রাণ নাকে উড়ে উড়ে
লুকিয়েছে তোমার চাদরে;
আবার যেন হরতাল লেগেছে পৌষে
মিইয়ে যাচ্ছে কুসুম—নদীও তেমন
বিষাদের ছায়ায় ডুবে গেছে একা !

দাঁড়িয়েছো মাথায়, সিথানে, সিঁথিতে
নিমজ্জিত শোকের নিখুত আয়নায়;
ওপাড়ে ফকফকা কালো—
জ্বলে আছে বোন, ইলিশের পেটে
জন্মেছো তুমি—গীতল স্নানের সকাল !

আমার ছোট ছোট জারি
হয়লায় মিলে গেছে—
নিন্দার শিশির সমেত;
টানটান দুপুর, নিমগ্ন আগুনে
ঝরে গেছো তুমি, একাকি উৎসব—
মুখোমুখি নেই কোনো শীত !

২৫ নভেম্বর ২০১৯ খ্রি., ধানমন্ডি, ঢাকা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১১

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন! + +
"ফুসফুস জ্বলছে জ্বরে" - অসাধারণ একটি লাইন।
আপনার পরিচিতিতে যে কথাগুলো লিখেছেন, সেগুলোও খুব সুন্দর, আমার সাথে মিলে যায়।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: পরাপারহীন যমুনা।

সুন্দর কবিতা।+

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.