নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

আমি লিখি সেটা ফ্যামিলির কেউ জানে না !

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৭


আমি লিখি সেটা আমার পরিবারের সদস্যরা জেনেছে অনেক পরে। যখন পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়া শুরু করেছে তারপর থেকে। বাবা রেগে মেগে শাসন করলেন। মা কিছু বললেন না। কিন্তু চোখ-মুখের ভঙ্গিতে বুঝালেন এটা বাদ দেয়াই ভালো। কিন্তু আমি বাদ দিতে পারলাম না। রেজাল্টও উল্টোপথে চলতে লাগলো। তবে একজন নতুন লিখিয়ের পাশে পরিবারকে না পেলেও একজন নিম্নগতির ছাত্রের পাশে পরিবারকে পেয়েছিলাম । যে কারণে একাডেমিক পড়াটা শেষ করতে পেরেছিলাম। আর লেখালেখির কারণে সমাজিক ক্যারিয়ার বা ভালো ভালো রেজাল্ট না করতে পারার রাগ সম্ভবত মাস্টার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হওয়ায় বাবা-মা কিছুটা হলেও ক্ষমা করে দিয়েছিলেন। রেজাল্টের পরপর শিক্ষক নিবন্ধনে পাশ করে একটা কলেজে জয়েন করার পর হয়তো কিছুটা মনে মনে খুশিও হয়েছিলেন। কিন্তু সেই খুশিটা বেশি দিন ধরে রাখতি পারিনি। কারণ কলেজের চাকুরিটা আমি খুব অল্প সময়ই করেছিলাম। তারপর আবার সেই ছন্নছাড়া জীবন। গন্তব্যহীন দৌড় ! কিন্তু লেখাটা চলেছে। গোপনে অথবা প্রকাশ্যে। ততদিনে ২ টা কবিতার বইও প্রকাশিত হয়েছে। সেটা পরিবারের কারো কাছে তেমন গুরুত্ব পায়নি একমাত্র সাহিত্য সমোঝদার ছোটমামা ছাড়া। তারপর আরো একটা একটা করে বই প্রকাশিত হয়েছে। আমি তাদের কাউকে বলিনি। তারাও কেউ খবর রাখেনি। এ বছর মেলায় ছোটগল্পের বইটি নিয়ে আমার ষষ্ঠ মৌলিক বই প্রকাশিত হলো। কিন্তু আমার এলাকা কিংবা পরিবারের কেউ হয়তো জানে না। কাউকে উপহার দেওয়াও হয় না। কারণ আমার ক্যারিয়ারে বাবা-মা কিংবা আত্মীয়-স্বজনের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ছোটবেলায় পড়ালেখা কিংবা ভালো রেজাল্ট দেখে আমার কাছে তাদের যে প্রত্যাশা তৈরি হয়েছিলো তার ধারেকাছেও যেতে পারিনি। সে কারণে আমার এই জগতটাকে তাদের কাছ থেকে কিছুটা দূরে রাখা ! আমার প্রথম বইটি খুঁজলে হয়তো গ্রামের বাড়ির আমার বইয়ের আলমিরায় পাওয়া যাবে। আর পাঁচটির কোনোটি বাড়িতে থাকার সম্ভবনা নেই। এখন অনলাইনের কারণে উপজেলার দু-একজন মাঝে মধ্যে নক দেয়। অনলাইনে আমার লেখা দেখেছে। কিংবা পড়েছে। কিন্তু সেটা কখনোই আমার বাবা-মার চোখের সামনে আসে না। আমিও যেমন তাদের ছেড়ে- গ্রাম ছেড়ে শতশত মাইল দূরে থাকি কিংবা খুব কাছে থাকি। আমার লেখা কিংবা বইগুলোও হয়তো তাদের কাছে না থেকেও অনেক কাছে থাকে !

১৬ ফেব্রুয়ারি ২০২০ খ্রি., ধানমন্ডি, ঢাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা লেখা হলো মনের খোরাক
নিজেকে ভালো রাখার অনন্য উপায়

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪২

সানাউল্লাহ সাগর বলেছেন: একদম ঠিক বলেছেন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার ফ্যামিলির সদস্যদের নামে কি কোনো বই উতসর্গ করেছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩

সানাউল্লাহ সাগর বলেছেন: না। আমার ছয়টি বইয়ের মাত্র শেষ দুটি বই কাউকে উৎর্সগ করেছি। তার মধ্যে আবার একটা আবার জীবনানন্দের বউকে ! মৃত লাবণ্য দাশকে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

নেওয়াজ আলি বলেছেন: কি দরকার জানার ? লিখতে থাকেন ,আর আমরা পড়ি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের সমাজে ফ্যামিলি চায় সুন্দর ক্যারিয়ার তার পর অন্য কিছু আপত্তি নেই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৭

সানাউল্লাহ সাগর বলেছেন: হুম ঠিক বলেছেন।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

সাইন বোর্ড বলেছেন: অনেক পরিবারেই লেখালেখি করাটা এখনো লুকোচুরি খেলার মতই ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২০

সানাউল্লাহ সাগর বলেছেন: একদম তাই।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১২

স্পোর্টসএন্ডঅল বলেছেন: শুভকামনা

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: আমিও আমার কোন লেখা বা এমন কিছু নিয়ে আমার পরিবার বা আত্মীয় স্বজন কারো সাথে কিছু বলি না। অনলাইনে অনেকে চিনে থাকে এটাই আনন্দের।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার বই ও লেখা কি নিয়ে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৪

সানাউল্লাহ সাগর বলেছেন: প্রকাশিত কবিতার বই—
অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি [ আড্ডা প্রকাশন, ২০১৩]
সাইরেন [ আড্ডা প্রকাশন, ২০১৫]
কালো হাসির জার্নাল [ চৈতন্য, ২০১৬ ]
কালো হাসির জার্নাল [ ভারতীয় সংস্করন, অভিজয় প্রকাশনী, ২০১৭ ]
মাথার এপ্রোন [ অনুপ্রাণন প্রকাশন, ২০১৯ ]

গল্প—
লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর [ অনুপ্রাণন প্রকাশন, ২০২০ ]

উপন্যাাস—
গুহা [ অনুপ্রাণন প্রকাশন, ২০১৯ ]

সম্পাদনা—
লিটলম্যাগ ‘আড্ডা’ [২০০৬ সাল থেকে...]
এই সময়ের নির্বাচিত গল্প [পৌষি প্রকাশন, ২০১৬]

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


এখন আপনার কোন পেশা আছে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৬

সানাউল্লাহ সাগর বলেছেন: বেসরকারি চাকুরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.