নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
যে জানালায় জেগে থাকে টুকরো রাত,
যে ব্যালকনিতে কথা বলে পোয়াতি ধানপাখি,
যে বিছানায় শুয়ে জাগে শাপলা রোদ্দুর,
সেই গোপনে আমি নাই!
সেখানে প্রতিবার ভুল খেলি―বন্যা ও জলের মধ্যিখানে;
একহাত জীবন ছিটিয়ে ভাবনাহীন তাকিয়ে থাকি
শতাব্দী পেড়িয়ে হাঁটা তালগাছটির দিকে।
স্রোতের টানে চোখ ভেসে যায়
মগজ ভেসে যায়
হৃদয় ভেসে যায়...
আমি দাঁড়িয়ে থাকি;
তারপর বাদুর আসে,
এক আমিকে নৌকায় তুলে দিয়ে
অন্য আমি ভেসে যাই শূন্যের পরিধিতে।
আলো হারিয়ে চুপকথা আসে―
একে একে ফিরে আসে রাত্রি ও মোম,
ভেসে যাওয়া চোখ, মগজ, হৃদয়।
অস্থির আমিটা আর ফিরে আসে না।
থৈথৈ অন্ধকারে আমিহীন আমিকে নিয়ে
আমি একা দাঁড়িয়ে থাকি...
২৯ আগস্ট ২০১৬ খ্রি., মিরপুর-১১, ঢাকা।
২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৪
ঘরহীন বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।