নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু; লোভ ।। সানাউল্লাহ সাগর

২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪

মৃত্যু—সুন্দর, সাবলিল এবং মায়াময় এক শহরের নাম
যার প্রতিটি অঙ্গ কারুকার্য আর সত্য অলংকার;
—লেপ্টে আছে গন্তব্যহীন গন্তব্যের শরীরে !
আহা ফুরানোপ্রায় গর্ব আমার
তোমার মুখে করুণা সাঁতরায়
চোখ ভিজে যায় একাকিত্বের ওমে—
দূরবীনে জড়ানো সময় হেসে ওঠে বিন্দাস।
প্রবাহিত সবুজের মতো সুর করে ডেকে যায়
নিষেধ পাখনার আড়ালে;
ভাঁজে ভাঁজে লুকিয়ে যায় নদীর কৃপন বৈঠায়।

বিছানাবন্দি আকাশ—শখের সমুদ্র বিন্যাস
ভেসে যায় নরম ছায়ায়।
যতদূর ঘুম আমার—তারও দূরে অহিবাহিত হও তুমি;
কোহেকাফ তবু নিভে যায় নিজস্ব নিয়মে,
যন্ত্রণার অবুজ সংকেত নেচে ওঠে অন্তহীন গর্তের মুখে।
মৃত্যু, ও আমার স্বতন্ত্র প্রেমিকা
তোমার কিশোরি খোঁপায় ডুবে যাই আমি—
কবুতর মাসে বেঁচে ওঠার লোভে !

তুমি সন্দেহের ফাইল নিয়ে উধাও—
যেন সেইসব পুঁটি মাছের ক্ষুধা নিয়ে আমি এখনো
ফুটে যাচ্ছি বিলে, শাদা চুমুতে লিখিত হয়েছি চুপচাপ;
আবার ধানের মায়ায় ফিরেছি শীতের মসৃন পিঠে।
মৃত্যু, মুখোমুখি হাসো—ছুঁয়ে দিই তোমার থিতানো অহম,
বিস্তৃত হই অসুখের দুর্লভ গ্রীবায়,
ডুবে বাঁচার সুখে হেসে উঠি আরেকবার ।

২৪ আগস্ট ২০২০ খ্রি., ধানমন্ডি, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৩

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

২| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০১

নেওয়াজ আলি বলেছেন: বাহ চমকপ্রদ

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৬

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

৩| ২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৬

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

৪| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:৫৮

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বেশ আধুনিক ভঙ্গিমায় লেখা কবিতা। ভালো লাগলো।

২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৭

সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.