নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
১. সহবাস [ উপন্যাস ]
লিভ-টুগেদার বাংলাদেশে এখানো সমাজ স্বীকৃত নয়। কিন্তু সমাজের লাল চোখে চোখ রাখার সাহস রাখে কেউ কেউ। নিজেকে সমাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার খেসারত; ভয়—বাঁধা হতে পারেনি অন্তু-লিসার ভালোবাসায়। তারা দাঁড়িয়েছে সময়ের মুখোমুখি। নিজেদের নিয়ে দৌড়িয়েছে সুখের কফিন-সন্ধ্যার রবীন্দ্রনাথ কিংবা সুখের মগডাল পর্যন্ত। বেঁচে থাকার যুদ্ধে অন্তু দেখেছে প্রতিষ্ঠান বিরোধী লিটলম্যাগকর্মি কিভাবে ভাড়া লেখক হয়ে ওঠে! তরুণ কবি নিজের লেখা বেচে দিয়ে কুয়াশার আড়ালে তলিয়ে যায়। তার লেখা বেঁচে ওঠে অন্য পরিচয়ে! যেখানে অন্তু নেই। নেই কোনো প্রেম-ভালোবাসার নদী। সেখানে কেবল ক্ষুধার থাবা; অভাব আর সরল দারিদ্রতা—মসৃণ পথের অন্তরালে উহ্য পিচ্ছিল গুহা। সেখানে মুক্তিযুদ্ধ, ধর্মীয় রাজনীতি, প্রেমিক-প্রেমিকা, শিল্পচর্চার সিঁড়ি কিংবা লিসা-মেহরুবা-মিথিলারা বিবিধ পাখি; একই চেহারায় ভিন্ন ভিন্ন পথ...
উপন্যাস: সহবাস (২০২১)
প্রকাশনী: পাললিক সৌরভ
স্টল নং -২৪
মূল্য: ২৮০ টাকা
২. লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর [ গল্পের বই ]
লাবণ্য দাশ কারো নাম ? নাকি একটি দৃশ্যের ছায়া ? না রঙের আড়ালে রঙ খেলার নাম ! নিজস্ব গোপন অনেক অসুখ থাকে যা আমরা কখনোই প্রকাশ্যে বের হতে দেই না। লুকিয়ে রাখি। আড়ালে-আবডালে সেইসব গোপন অসুখ পুষে রাখি। যত্নে। অতিযত্নে। ‘লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর’ গল্পের বইটিতে এমন কিছু গোপন অসুখ প্রকাশ্যে এসেছে। নগ্ন ! নিজস্ব অবয়বে !
ছোটগল্প: লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর (২০২০)
প্রকাশনী: অনুপ্রাণন
স্টল নম্বর: ৪৮৪-৪৮৫
মূল্য: ২০০ টাকা
৩. গুহা [ পত্রোপন্যাস ]
গুহা উপন্যাসের গল্প নিয়ে যখন খসড়া করেছিলাম তখনও ভাবিনি এটি পত্র আকারে লিখবো। কিন্তু পরে মনে হলো চিঠির ধারাটা তো একেবারেই উঠে গেছে এটার গল্পটাকে চিঠির ফর্মেই লিখি। একটা এক্সপেরিমেন্ট করি। সে চিন্তা থেকে গুহা লেখা হলো। এবং লেখার পর মনে হলো এই গল্প চিঠির ফর্মে না লিখলে এভাবে লেখাই সম্ভব হতো না। আসলে যে কোনো লেখা শিল্পীকে দিয়ে তার মতো করেই লেখিয়ে নেয়। ‘গুহা’ লিখে অনেক গালি খেতে হয়েছে। বিশেষ করে তথাকথিত সমালোচক কিংবা সস্তা স্তরের পাঠকরা যারা ম্যাসেজটা না ধরে কিছু শব্দ নিয়ে আপত্তি করেছে। মূল ম্যাসেজের কাছে তারা যায়নি। ভেতরে ঢোকার চেষ্টা করেনি। যৌনতা নিয়ে কথা বললেই তাদের কান গরম হয়ে যায়। অথচ পর্দার আড়ালে আমরা সব করতে পারি । পর্দার সামনে এলে সবাই সাধু সাজার চেষ্টা করি। এবং শুধু কয়েকটি শব্দের কারণে তিনজন প্রকাশক উপন্যাসটি প্রকাশ করতে রাজি হননি।
‘গুহা’ যৌন বিশ্বাস, ব্যক্তি চিন্তার স্বাধীনতা, সমকালীন পীড়া ও নারীবাদ-নারী সমাজ চিন্তাভিত্তিক রোমান্টিক পত্রোপন্যাস।
উপন্যাস : গুহা ( ২০১৯ )
প্রকাশনী : অনুপ্রাণন
স্টল নম্বর: ৪৮৪-৪৮৫
মূল্য: ২৪০ টাকা
৪. মাথার এপ্রোন [ দীর্ঘ কবিতার বই ]
হইচই কিংবা সমাবেশ করে কবিতা হয় না। আবার কবিতা যে কিসে হয় সেটাও বলে দেয়া যায় না। মোটকথা কবিতা যখন হওয়ার যেমন করে হওয়ার হয়ে যায়। হয়ে যাবে। সে জন্য সে কোনো আয়োজনের অপেক্ষা করে না। আর সমাবেশের মঞ্চও প্রত্যাশা করে না। হইচই দেখে দেখে সামনে আসে না। কিন্তু কখন আসে ! আবার সেইকথা ‘সে যখন আসার চলে আসে।’ নিজের মতো। সগৌরবে।’ হ্যাঁ তবে অবশ্যই তার এক ধরনের প্রস্তুতি থাকে। সেটা নিজেকে তৈরি করার জন্য। ছড়িয়ে যাওয়ার জন্য নয়। নিজেকে বিছিয়ে দেয়ার জন্য নয়।
‘ মাথার এপ্রোন’ প্রস্তুত। তার হয়ে সে নিজেই কথা বলবে।
কবিতা : মাথার এপ্রোন (২০১৯)
প্রকাশনী: অনুপ্রাণন
স্টল নম্বর: ৪৮৪-৪৮৫
মূল্য: ১৬০ টাকা
এছাড়া ঘরে বসে সংগ্রহ করতে পারেন রকমারি ডটকম থেকে...
https://www.rokomari.com/book/author/21028/sanaullah-sagar
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৩
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৩
নেয়ামুল নাহিদ বলেছেন: আপনার জন্য শুভকামনা। প্রথম বইটা পড়তে আগ্রহী।
২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২২
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ। রকমারিতে পাবেন।
https://www.rokomari.com/book/208024/sahobas
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৫০
রাজীব নুর বলেছেন: গ্রেট। একদিন বইমেলা ব্লগাররা দখল করে ফেলবে।