নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
কুসুমে ফিরে যায় মর্দ কান্নার দাগ
ভিজে ওঠে মমি; সতেজ উদ্ভ্রান্ত রাতে অনিচ্ছায়
ঢেকে রাখি দিন। পা’র নরমে পিছলে
বাঘ; নম্র সুনাম। এবং অন্যত্র বেশুমার শব,
শেষ পর্যটক ভেবে সয়ে সয়ে গেয়ে
গেল জ্বর। বৈকালিক ছিন্নতার গেহ তবু ফিরে
যায় আলোহীন খড়ে; ঠাটানো চোখের
বৃন্তচ্যুত বৃক্ষ। এবং কুড়ি বসন্তের স্ফিত হাড়..
—লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
বিল্লাহিল আলিউল আজিম। বাকীতে নিমজ্জিত
স্রোতের শরীর। না আঁকা চিত্রের ব্যথা
কৃষানির বায়োলজি। হঠাৎ ছুটি। ছোনের ঘ্রাণ
ভাতের অন্ধরে, শীত খুঁজে আনে গুম;
পিছন সারি থেকে হেসে ওঠে দ্বন্ধের আলিঙ্গন।
০৩ অক্টোবর ২০১৮ খ্রি., ক্রিসেন্ট রোড, ঢাকা।
#সানাউল্লাহ_সাগরের_কবিতা
#অনার্যের_সাইকেল_পাণ্ডুলিপি_থেকে
[ছবি : গুগল থেকে সংগ্রহ করা ]
২| ১৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে।++