নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

নগেন কাকা আব্বার বাল্যবন্ধু

১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪১


নগেন কাকা আব্বার বাল্যবন্ধু। উপজেলা সদরে তার মিষ্টির দোকান। পরিবারের কোনো আয়োজনে আব্বা বলেন, 'নগেনের কাছ থেকে মিষ্টি আনিস। নগেন আমার ক্লাসমেইট।' রাস্তায় নগেন কাকার সাথে দেখা হলে তিনি আমাদের পরিবারের হাল হকিকত জানতে চান। আব্বা দাদার একমাত্র সন্তান। তার কোনো ভাই নেই। আব্বা যেমন তাকে ভাই মনে করেন আমরাও তাকে কাকাই মান্য করি।

অনেক বছর আগের কথা। তখন আমার কলেজ জীবন। হইহুল্লোর আর মঞ্চনাটকে দিন কাটে। মাঝে মধ্যে কবিতার বুনো ভূত। একবার দুর্গা পূজা উপলক্ষ্যে মণ্ডপে যাত্রা হবে। আমিও তাদের দলে যোগ দিলাম। এলাকার মুরব্বিরা আব্বার কাছে বিচার নিয়ে গেল। আব্বা কঠিন পদক্ষেপ নিলেন। ঘর থেকে আমার বিছানাপত্র বাইরে ফেলে দিয়ে তার মুসলমানিত্বের প্রমাণ রাখলেন। সেবার অনেকদিন রিহার্সেল করেও শেষ পর্যন্ত আমার মঞ্চে ওঠা হয়নি।

পরের বছর আবার পূজা এলো। আবার যাত্রা দলে নাম লেখালাম। নগেন কাকা আব্বার বন্ধু এই সাহস নিয়ে রিহার্সেলে গেলাম। ঠিক করলাম যে করে হোক এবার যাত্রা করবোই। এবারও পারলাম না। সমাজ, সংস্কার ও পরিবারের কাছে পরাজিত হলাম।
আমি আব্বার কোনো দোষ দেই না। আব্বার কী এমন সাহস যে সমাজের বিরুদ্ধে যেতে পারে! আমি জানি—ছেলে মুসলমানিত্বের পরিচয় ভুলে গেলে আব্বার জন্য জামে মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে!

নগেন কাকা—আমার আব্বার ভালো বন্ধু। রাস্তায় দেখা হলে আমরা তাকে সালাম দেই....

১৫ অক্টোবর ২০২১ খ্রি., ধানমন্ডি, ঢাকা।

#সানাউল্লাহ_সাগরের_কবিতা
#দুর্গাপূজা
#সাম্প্রদায়িক_সম্প্রীতি
#হিন্দু_মুসলিম_দাঙ্গা



[ ছবি ইন্টারনেট থেকে নেয়া...]

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৫৮

মরুর ধুলি বলেছেন: আপনার আব্বা কি এখনো আছেন আপনাদের মাঝে?

১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০০

সানাউল্লাহ সাগর বলেছেন: হুম। তিনি বেঁচে আছেন।

২| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:০৪

মরুর ধুলি বলেছেন: আপনার আব্বা ধার্মীক মানুষ। উনার জন্য দুয়া করি- আপনার জন্যও।

১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩১

সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।

৩| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৪০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বন্ধুত্ব।

১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩১

সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।

৪| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৯

অধীতি বলেছেন: সমাজের কাছে বন্ধী এটা যখন বুঝতে পারা যায় তখন দম ফেলা কষ্টকর। সারাক্ষণ মনের ভেতর ছটফট করতে থাকে।

১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩২

সানাউল্লাহ সাগর বলেছেন: ঠিক তাই। ভালোবাসা জানবেন।

৫| ১৭ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বন্ধু শব্দটা খুবি জঠিল বিষয়
এর মান রক্ষা করা কঠিন
কথায় কথায় বন্ধু বলে থাকি---------

১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭

সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।

৬| ১৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: ভুল না বলে থাকলে আমার জীবনের প্রথম শিক্ষক ছিলেন, সুশীল স্যার। দাদা-দাদীর বাসায় এসে পড়িয়ে যেতেন আমাদের। আমার দাদী-কে কাকীমা বলে ডাকতেন। আমার মা প্রায় প্রতিদিনই এটা-ওটা খেতে দিতেন স্যার কে, তিনিও কখনো জড়তা করেন নি। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, দু/তিন গ্রামের মানুষও বাবাকে চিনতেন। আমার বাবার সাথেও স্যারের ভালো সখ্যতা ছিলো, তাকে বড় ভাই বলেই সম্বোধন করতেন। দিনগুলো বেশ সুন্দর ছিলো। আজ বাবাও নেই, স্যারের কোন খোঁজও জানি না। এবার গ্রামে গিয়ে স্যার-কে খোঁজার চেষ্টা করবো। লিখার জন্য ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৮

সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.