নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত বইয়ের সংখ্যা ১১ টি। (৮টি কবিতার বই, ২টি উপন্যাস ও একটি ছোটগল্পের বই।)

সানাউল্লাহ সাগর

সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা

সানাউল্লাহ সাগর › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী সমান দূরত্ব আমাদের...

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭



প্রকাশিত হলো সানাউল্লাহ সাগর প্রণীত কবিতার বই ‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’। আগ্রহীরা বাউণ্ডুলে প্রকাশন কাঁটাবনস্থ বিক্রয়কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারবেন। অথবা রকমারি ডটকম ও বাউণ্ডুলে প্রকাশন-এর ফেসবুক পেইজ থেকে সংগ্রহ করতে পারবেন।

বইয়ের ফ্ল্যাপ থেকে...

নিয়ত ভাতঘুমের বিলাসীতা ছেড়ে কবিতা কি খুব বেশিদূর এগিয়েছে—কতদূর....

পাপেট শো- আলো জ্বলমল- বিজ্ঞাপন দ্যুতির বিচ্ছুরিত তোতাকথা থেকে হুল্লোর করে অসন্তোষ ঢুকে পড়ছে বেডরুম-হেঁশেল-
কবিতা কি শিল্পের পায়ের নেড়িকুত্তা-ঘুরঘুর!

না। ছড়িয়ে পড়া শ্লোগানের মতো- নীরব মানুষের দীর্ঘশ্বাস... আরো আরো অভিমান- মৌনতা; বিচ্ছিন্নতাবোধ—

নীরবতার ভাষা থেকে বেরিয়ে আসা সুতীব্র চিৎকার; একা হতে হতে লীন হয়ে যাওয়া! প্রবর অস্তিত্বের টানে ভেঙে ভেঙে অসংখ্য জোড়াতালি । ফিরে আসতে গিয়ে নিজের কাছে বিপন্ন বিস্ময়ে স্মৃতিশূন্য। যেন- পৃথিবী সমান দূরত্ব আমাদের...


মূল্য: ১২০ টাকা (২০% ছাড়ে)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার বইয়ের নাম সহবাস কেন দিয়েছিলেন?

০৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০

সানাউল্লাহ সাগর বলেছেন: বইটি পড়লেই বুঝতে পারবেন।

২| ০৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: সত্য কথা হলো বাংলাদেশের কবিতার বই চলে না।
আপনার পরিচিতজনরা যা কিনবে। এর বাইরে কবিতার বই বিক্রি হয় না।

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০২

সানাউল্লাহ সাগর বলেছেন: আপনার সাথে আমি একমত নই। কবিতার বই উপন্যাস-গল্পের বইয়ের তুলনায় একটু ধীরে ধীরে বিক্রি হয়। তবে পরিচিতদের বাইরের কেউ কিনে না এটা মোটেই সত্য নয়। ভালো বই অবশ্যই বিক্রি হয়। তবে তা ধীরে ধীরে। প্রথমত একটি বই সম্পর্কে আগ্রহী পাঠককে জানাতে হবে। তারপর তিনি ভালো মনে করলে সংগ্রহ করবেন। কিন্তু এই জানানোর জায়গায়ই আমরা অনেক পিছিয়ে আছি।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

যারা কবিতার বই বের করেছেন। তাদের সাথে আমার আলোচনা হয়েছে। তারাই বলেছেন, কবিতার বই বিক্রি না হওয়াতে। শেষমেষ বই গুলো লোকজন ফ্রি দিয়ে দেন।

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

সানাউল্লাহ সাগর বলেছেন: কি কারণে বিক্রি হয় না সেটা আমি আগের কমেন্টে বলেছি। তার সাথে এটা বলতে হয় যে বাংলাদেশে প্রকাশনার সাথে যারা জড়িত তাদেরও পেশাদারিত্বের অভাব রয়েছে। আর সেটারও একটা প্রভাব পড়ে এখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.