নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
কেতাবি জীবন
চাই না এমন কেতাবি জীবন
অফুরান আলো চাই এবার
নিভু নিভু দৌড়ে বেচেছি মৌবন
ভয় নেই কিছু হারাবার।
যত ছিল সকালের অজুহাত
ফুরিয়েছে সব, আলেয়ার মতন
বড় কৌতূহল নিয়ে চেয়ে আছি
দেখা যায় যদি নিজস্ব পতন।
এপাড়া ওপাড়া ঘুরে এসে আজ
অচেনা আলোয় ডুবেছি মহান
প্রবল নগ্নতায় ছুঁয়েছি বিপদ
চিন্তার ফাঁদে জড়িয়ে তুফান।
আর কি এমন ক্ষুধাতুর চোখে
গাইবে অভাব, বেহালার স্বরে
নিজেকে যখন শুইয়ে দিয়েছি
উম্মাদ উহ্য বেসুমার কাটাতাঁরে।
দর্পন
এমন সন্ধ্যা আসে যদি ফের
বৃষ্টির অপেক্ষায় বসে আছি আমি
চোখের পাহারায় আগুনের মেদ
মনের আড়ালে ঢেউ তুলছো তুমি।
গাছের ডালে নাচছে অসুখ
অসুখের নেই কোনো শেষ
বিয়োগের মরু হাটে হালট বোকা
পকেট জুড়ে কলহের দেশ।
উড়ছে তাথই—বৃষ্টির জাঁকে
উসকে দিচ্ছে ইগোর আগুন
মগজের ক্লাশ শেষে ফিরছিল রঙ
বিকিয়ে আকাশ, জমানো ফাগুন।
এমন সন্ধ্যা আসে যদি ফের
মুখোমুখি বসে ফোটাবো প্রণয়
বিকেলের খিদেরা মুছে যাবে সব
বুক খুলে হাসবে শুধু তারার বিনয়।
ঠিকানা
দুরাশার পথে দাঁড়ানো সানাই
জানো কি তুমি গন্তব্য পথের?
আড়ালের অভিনয় শেষে চুপচাপ
ঘুমিয়েছো অনেক; দৌড়াবে ফের?
চারপাশে পাষাণের চাষ, অন্ধ কসাই
বিলিয়েছে হাত; অশ্লীল খুন
ইচ্ছের কোরবানি শেষে পৌঁছেছি মায়ায়
ছুঁয়েছি কুহেলিকা, রসের আগুন।
শেষের আভায় ছিল যত ঘুম
বিকিয়েছে সব, কোলাহল মুখর
ছায়রাও এখন লিখছে ঠিকানা
নিন্দে হচ্ছে, অদ্ভুত নিরাশা প্রখর।
তবুও রাত লিখেছে আদর, নীরবে এসেছে
ফসলের ওম হাতে চোখের দরজায়
মাথাটা নিয়ে গেছে দূর পথের দিকে
নিষেধের ইদ রেখে সুখের কব্জায়।
#সানাউল্লাহ_সাগরের_কবিতা
৩১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৯
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ।
২| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:১২
সালমান আহমেদ বলেছেন: ভালো
০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৩
সানাউল্লাহ সাগর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।