নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
হুডখোলা রিকশায় বসে আছো
হাতে অনুজ্জ্বল বর্ষাতি
তার কাতর চোখ—দেখছে তোমার বৃষ্টিস্নান।
বরষার চুম্বনে বিভোর চিবুক তোমার
উচ্ছাস বোঝাই চোখ নিয়ে ভিজছো তুমি,
ভিজেই যাচ্ছো সব হারানোর আনন্দে।
তোমার ভেজা চুলের সুবাস ছড়িয়েছে রোডময়—
দূরের কোনো গাঁয়ে—ভিজছি আমিও
অভিন্ন অসুখের পাহারায়,
শোকাতুর সন্ধ্যা পকেটে তাকিয়ে আছি;
তোমার ভরসায়।
এভাবেই এসো, বর্ষাতি হাতে—
ভেজা শাড়ি শুকাবার আগেই।
#সানাউল্লাহ_সাগরের_কবিতা
১৮ ই মে, ২০২৪ রাত ৮:২৭
সানাউল্লাহ সাগর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
ভালো লাগলো