নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
চলো, কোথাও যাই এবার
সব অভাব ছুড়ে ফেলে
স্বভাবের নৌকা চড়ে বেড়িয়ে আসি কিছুদূর―
মুখোমুখি বসি কিছুক্ষণ
খুলে ফেলি জমানো দুঃখের বোতাম
উন্মুক্ত হ্রদে সাঁতার কাটো তুমি...
চলো, কোলাহল মুখর রাতে
শোকাতুর দিন হাতে
তাকিয়ে থাকি তোমার দরোজায়;
যেন সরব অসুখ আমার বিকিয়ে যাচ্ছে সব―
এমন উহ্য সংযম নিয়ে
নিভ
নিভে
ছুঁয়ে দেই অস্পষ্ট ক্ষুধা তোমার।
চলো, উবু হয়ে ক্রান্দনরত বিকেলের দেরাজ খুলে
অভিমানি সন্ধ্যাকে ছুটি দিয়ে দেই
হাতে হাত রেখে হাঁটি, অন্তত কিছুক্ষণ
চলো, তবে তাই হোক―যা হয়নি কখনো।
৩০ মে ২০২৪ খ্রি., ঢাকা।
#সানাউল্লাহ_সাগরের_কবিতা
০১ লা জুন, ২০২৪ রাত ৯:২৬
সানাউল্লাহ সাগর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালোবাসা জানবেন।
২| ৩১ শে মে, ২০২৪ রাত ১২:৩৮
নয়ন বড়ুয়া বলেছেন: তবে তাই হোক...
০১ লা জুন, ২০২৪ রাত ৯:২৬
সানাউল্লাহ সাগর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২৪ রাত ৮:১৬
জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর কবিতা।