নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
রাতের পিঠে রাত- দৌড়ে পালাচ্ছে তারা;
কোথাও নেই কোনো প্রহরা এখন।
বিভেদের দরোজা খুলে বেরুলো কিছু নগ্ন কৌতুক,
মুখোমুখি বিগত পায়ের ছাপ;
চুপচাপ শুধু শিখছে শূন্য-
রক্তাক্ত স্পর্শ সকল ডুবেছে আজ
মিহি তর্কের ভাঁজে।
সমস্ত সুখের বিনিময়ে কিনেছি এসব
ওষদি ফসলের খেতে চাষাবাদ শেষে
মুছে গেছে তালের উৎসব;
এভাবে হেরে যাবো ভাবিনি কখনো
লিখিনি কখনো উজানের নাও।
পাশ বালিশের শোকে বিহ্বল নদ নুয়েছে আজ
আঁকছি এখন হারের কীর্তন;
জেনেছি আবার- নিজের কাছে হেরে গেলে
কোথাও যাওয়ার জায়গা থাকে না আর।
৩০ জুলাই ২০২৪ খ্রি., ঢাকা।
#সানাউল্লাহ_সাগরের_কবিতা
©somewhere in net ltd.