![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃজনশীল লেখালেখি, গবেষণা ও সম্পাদনা
ক্ষুধার্ত হাত
পথের কাঁধে পথ দাঁড়িয়েছে আজ
হাতের আড়ালে ক্ষুধার্ত হাত
রঙে রঙে ছয়লাব হয়ে আছে নাগরিক দিন;
দৌড়াবে কোথায়? অন্ধকার ঘনিয়ে আসছে ওই—
তবু এই যাত্রায় নিষেধ দেয়াল ছুঁয়ে দিবে হাত
মায়ার ওমে জড়িয়ে যাবে অলংকারহীন পুস্তিকায়;
এই মৃত্যুর মহরায় ভিন্নতা নেই কোনো
কেবল উষ্ণ বিশ্বাস রেখো
কোনো একদিন ফিরিয়ে আনবো সকাল
সবুজ ফসলের শরীরে পৌঁছে দিবে হারানো ঘ্রাণ।
দূরত্ব যতই হোক, থামবে না কেউ
বুক পকেটে রুগ্ন মায়ের স্নেহ রেখে
ছুটে যাবো হাজার মাইল
এই বিশ্বাস জেনে রেখো; পরাজিত হয় না সৈনিক।
বিয়োগ
তোমাকে দেখলাম মেশিন হয়ে উঠছো
দাঁড়িয়ে আছো বিনাবাক্যে, একাগ্র;
যেমন দেখেছিলাম মির্জা গালিব স্ট্রিটের
তিন পায়ের চেয়ার
অসহায় ঔষধ মুখে চেয়ে আছে একা।
আমাকে ভাঙিয়ে খুচরো করেনি কেউ
অচল নোটের মত পড়ে আছি একা;
তবু অভিজাত,
প্রলম্বিত কুয়াশায় নিমজ্জিত হতে হতে
রয়ে গেছি অঙ্গার—
মনে করি—ইন্ডিয়ান রেল লাইনের মতন
সমস্তটা জুড়ে আছো তুমি
কোলাহল আবৃত;
অথবা নাই কোনো তুমি—শোকের বেহাগে
বিভ্রান্ত পথিক পৌঁছে যাচ্ছে ক্ষুধায়।
প্ল্যাটফর্ম
ইষ্টিশনে, একবার দেখা হয়েছিল
দোকানগুলো উড়ছিলো তখন
চায়ের ধুঁয়ায় সিদ্ধমুখ নিয়ে অপর ট্রেনে
চলে যাচ্ছিলে―
সেই ইষ্টিশনে
হাতের বাকিটুকু
রোদ্দুরও খুব ভাসছিল মদে
তুমি চলে যাচ্ছিলে―
চাদরে জড়ানো শীতের ওমে
নাচের বাকসো বয়ে বয়ে
গেয়ে ফিরছিল হাট
তুমি চলে যাচ্ছিলে―
সেই ইষ্টিশনে
সেই ইষ্টিশনে দেখা হয়েছিল
কোনো মতে―একবার চোখ নেমেছিল
দোকানে দোকানে―
তুমি কোথায় যাচ্ছিলে?
#সানাউল্লাহ_সাগরের_কবিতা
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০০
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
ভালো লাগলেঅ
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০০
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০০
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
সাইফুলসাইফসাই বলেছেন: খুব চমৎকার লাগলো কবিতা গু্লো
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০১
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০১
সানাউল্লাহ সাগর বলেছেন: ভালোবাসা জানবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৭
বাকপ্রবাস বলেছেন: সুন্দর কবিতাগুলো । তোমাকে দেখলাম মেশিন হয়ে উঠছো.... (যান্ত্রিক হয়ে উঠে মন), দোকানগুলো উড়ছিল.......... এমন টাইপ উপমাগুলো দারুণ লেগেছে।