![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘড়িতে এখন আনুমানিক ৫ টা বাজেIচারিদিক কেমন যেন থমথমে I
মানুষ জনের চেহারায় উৎকন্ঠা Iযেন বড় কিছু একটা ঘটতে যাচ্ছে I
দেরী না করে বাড়ির পথে রওনা দিলামIরাস্তা ঘাট পুরোপুরি খালি I
সবাই ঘরে ফিরে যাচ্ছে ,ডাক এসেছে,আজ ঠিক সাড়ে সাত'টায়,
যার যা কিছু আছে তাই নিয়ে নিজ দলের জয় কামনায় শরিক হও I
আমার'মা র সাথে কথা বলে দেখলাম ছেলে কেমন আছেে তার থেকে খেলা কখন হবে তা নিয়ে কথা বলায় ব্যাস্ত।আর চোখে যেন ঠিক অনুভব করছি আমার মায়ের উত্তেজনা I দুপুরে অনেক গুলো গরিব খাইয়েছে আমার বাবা Iআমার বাবার চোখেও অস্থির ভাব
অরু আমরা জিতব তো?বাবা জিতব!জিততেই হবে!
এ খেলায় জিততে হলে চাই দোয়া !
১৬ কোটি মানুষ যখন একসাথে আল্লাহ,ইশ্বর, ভগবান,শ্রী বুদ্ধ কে ডাকছে
কমান্ডার মাশরাফির জয় হবেই হবে
তুমি দেখে নিও ...
আর একটা কথা
আজ জিতলে কথা দিচ্ছি,তোমাকেই ভালোবাসবো;
না জিতলেও ভালোবাসবো,শুধু তোমাকেই..
প্রিয় মায়াময় মাশরাফি
২| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
আলামিন রাবীদ বলেছেন: মাশরাফিকে কখনই ভোলা যাবেনা
৩| ০৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
ডা: শরীফুল ইসলাম বলেছেন: ইন্ডিয়া অনেক শক্তিশালী দল, ওদের হারানো অনেক কঠিন হবে।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
অগ্নি কল্লোল বলেছেন: জয় আমাদের হবেই।