![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন শুনেছেন বিসিএস ব্যাংক অথবা যে কোন জায়গায় ভাল করতে গেলে আংকে ভাল করা জরুরী,নতুন কথা হলো জীবন ভালবাসার ক্ষেত্রেও অংক জানা জরুরী।সো জীবন যদি সাজাতে চাও এখনি অংকে মনযোগী হও।
মেয়েরা পাটিগণিতের মত। ওদের 'ধরি বা মনেকরি' নিয়মে সুক্ষ হিসেব কষে বুঝতে হয়।
তুমি যদি বুঝতে না পার মেয়েটি কেন আপনার উপর রাগ করেছে তাহলে তোমার ফলাফল জিরো বা মাইনাস হবে।
সেক্ষেত্রে তোমার অংক ভুল হবে।মেয়েরা অসহ্য যন্ত্রনায়ও মুখ ফুঁটে আপনাকে বলবেনা পাশে এসো,কপালে হাত রাখো, একটু আদর করো।সে প্রচন্ড ঝড়ের মধ্যেও তোমার কাছে সহযোগিতা চাইবেনা।বলবেনা আমাকে আগলে রাখো।
বড়জোড় আপনাকে আড়াল করে দু-ফোঁটা অশ্রু ঝড়াতে পারে।কখনো হয়তো খুব বেড়াতে যেতে ইচ্ছে করছে সে তোমার কাছে এসে অমুক জায়গা সুন্দর, তমুক জায়গায় স্মৃতি আছে বলে গল্প শোনাবে কিন্তু মুখ ফুঁটে বলবেনা প্লিজ নিয়ে চল সেই জায়গায়।এক্ষেত্রেও আপনাকে 'ধরি বা মনেকরি' নিয়মে বুঝে নিতে হবে। তাই, মেয়েদের বুঝতে হলে অংক
বুঝতে হবে তোমাকে।
তো ভাইলোগ,যদি একটি মেয়েকে তুমি বুঝতে চাও বা কাছে যেতে চাও তবে অংকে মনযোগ দাও।
©somewhere in net ltd.