![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্জন মানে বাদ দেয়া।
যা অধিকাংশ ক্ষেত্রেই নেতিবাচক/বিরোধীতা অর্থের পরিচায়ক।
জীবনে অনেক কিছুই বর্জন করেছি।ভাল আছি কি না, জানিনা?
তবে একেবারে মন্দ নেই!কিন্তু, কাছের মানুষ বলে দাবীকারীরা, এই বর্জনে বাঁধা দেয় কেনো???
আজ একজন যুক্তি দিয়ে১৯৭১ কে '৪৫' বছরের পুরাতন বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি না করে, এগুলো বর্জনের জন্য পরামর্শ দিল। আমিও মেনে নিলাম তার কথাগুলো।
কিন্তু, তাকে যখন বললাম, "আপনার বাবার বয়স তো ৫০ বছর হয়ে গিয়েছে। তাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করে কি হবে? কাগজ-পত্রে আপনার বাবার নামের স্থলে অন্য কারো নাম বসিয়ে দিন/ভুলে যান। আপনার মা হয়তো, নতুন কাউকে পেলে খুশি হতে পারে!"
আমার কথা শুনে, সে এমন ভাবে তাকালো, যেনো আমি একটা উঁচুদরের বানচোদ!
খিক-খিক-খিক
*অর্জনবাসী আজ বর্জনের লোভে দৌড়াচ্ছে, অর্জনে বড় জ্বালা...!
২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: উত্তর তো দিয়ে দেয়েছি
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৯
তালিকা বিহীন-শহীদ বলেছেন: ৭১ এর হার্মাদ-খুনি আর তার সাপোর্টাররা ভুলতে বলবে। আমার বাবার-ভাইয়ের হন্তারককে আমি ভুলে যাব?