![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এয়ারটেল আর রবি অপারেটর দুটি এক হয়ে যাচ্ছে,তাদের সম্মিলীত শক্তি তাদের কে দ্বিতীয় অবস্থানে নিয়ে যাবে এবং তারা কঠিন প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় অবতীর্ন হবে গ্রামীন ফোনের।আমি এটাই চেয়েছিলাম গ্রামীনকে কেউ চ্যালেঞ্জ করুক।তাদের ঔধত্ব্য তাদের বাটপারি কে কেউ চ্যালেঞ্জ করুক এর মাধ্যমেই তা পূর্ন হলো।গ্রামীনকে ৫ম অবস্থানে নিয়ে আসুক এবং টেলিটকের উত্থান ও আমার কাম্য।
"আমি মনে করি আমার যদি ক্ষুদ্র শক্তি থাকে তা নিয়ে আমি লড়াই করতে রাজি শত্রু যত বড়ই হোক,হয়ত জয় আমার হবে না হয়ত ক্ষয়েও যেতে পারি তবে লড়াই করে একটা দাগ রেখে যাওয়ার পক্ষপাতি এবং একটা ম্যাসেজ দিয়ে দিতে চাইব(এত সহজে তুমি ছাড় পাচ্ছ না)।গ্রামীন এমন একটা ভাব নিত যেন দেশে আর কোন অপারেটর নাই।এমন কোন আকাম নাই যে তারা করেনি।এবার সব ফিরিয়ে দিবার সময় হয়েছে।তৈরী থেকো টেলিনর(গ্রামীন ফোন)।তোমার পতনেই হবে আমার চূড়ান্ত উল্লাস"
২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:০৮
সাগর মাঝি বলেছেন: এরকম হলে ভালোই হয়,, গ্রামীনফোন যন্ত্রনা আর ভালো লাগেনা।
৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৫
শেয়াল বলেছেন: এতেও হারামির ফোনের কিসসু হইবো না। পারলে টেলিটকে নজর দেন।
৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০
বিজন রয় বলেছেন: তবে তাই হোক।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ঘুটনা সত্যি?