![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়েটা বয়স হয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত খাট নাড়ানোর জন্য নয়।
বিয়েটা বৃদ্ধ বয়সে কারো কাধে হাত রেখে পথ খুঁজে পাবার জন্য।
বিয়েটা শুধু মজা নেয়া আর মা বা ডাক শুনার জন্য নয়
বিয়েটা বৃদ্ধ বয়সে ঝাপসা চোখে হাতড়ে খোজা চশমাটা কেউ একজন খুজে এনে চোখে পড়িয়ে দেয়ার জন্য।
একদিন তোমার ও বয়স হবে।চামড়ার শরীরে ভাজ পরবে।
বয়সের ভাড়ে শরীর নুয়ে পরবে।
চোখের দৃষ্টি ক্ষীন হবে।সেদিন খাট কাঁপানোতো দুরের কথা নিজের শরীরটাকে ও কাপাতে দুই একজনের হেল্প লাগবে মনে
তাই যেটা তুমি পারনা সেটা করতে যেও না।জীবনের প্রতি ডোরে তুমি যদি ভালবাসার ছাই দিয়ে আটকে রাখতে পার
তবেও তাকে বাহুডোরে বাধিও।
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮
মহা সমন্বয় বলেছেন: এখানে অপ্রিয় সত্যের কিছু দেখলাম না। এর সবই বাস্তব সত্য।
১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: এই সত্যটাই মানুষ এখন মানতে চায় না
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৯
অপু দ্যা গ্রেট বলেছেন: ভাল লিখেছেন ।