নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

‪অপ্রিয় ভাষ্য‬

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৩৩

প্রচন্ড উন্মাদের মতো শান্তি শেষে
আমার অতি ক্ষুদ্র বীর্যানু
তোমার জরায়ুতে প্রবেশ করে দি।
তুমি মাসের পর মাস অসহ্য যন্ত্রনা
সহ্য করে নির্মাণ করতে থাকো
অনাগত ঐ নবজাতককে।
তার অবাধ্য অত্যাচার তুমি বহন করে
চলেছো তোমার জঠরের ভিতর!
অবশেষে দশ মাস পর
তোমার শরীর নিঙড়ে ভুমিষ্ঠ হয়
নবজাতকটি।তারপর?
তারপর আমি বলি, আমরা বলি,
সমাজ বলে, রাষ্ট বলে
আমিই শিশুটির পিতা,
আমিই শিশুটির জম্মদাতা!
তখন পুরো কৃর্তীত্ব, পুরো অধিকার আমারই।
তখন তোমাকে কেউ চিনে না!
সত্যি তোমার জন্য আমার দুঃখ হয়,
তুমি অসহ্য জ্বালা যন্ত্রনা সহ্য করে
নবজাতকটিকে নির্মান করেছো,
অথচ রাষ্ট সমাজ বলে উল্টোটা,
আমিই নাকি শিশুটির জম্মদাতা!
চিন্তা করি,
আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ কতোটা নিচু শ্রেণীর?
জম্মদাতার কৃর্তীত্বটা তোমাকে দিতে তারা কতোটা কুন্ঠাবোধ করে!
এই জন্য একজন পুরুষ হিসেবে আমার লজ্জা হয়।
ধিক এই ইতরের সমাজকে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৪০

বিভাজন বলেছেন: সোজাসাপ্টা কথা ভালো হয় নি

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: মতামতের জন্যে ধন্যবাদ

২| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩৫

আহসানের ব্লগ বলেছেন: ১০০/৬৫ মার্ক লেখাটায় ।

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: যাক ফাষ্টডিভিশন মার্ক দিয়েছেন

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

আহসানের ব্লগ বলেছেন: B-)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: হি হি হি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.