![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সঙ্গে আমায় দেখে
ঈর্যাকাতর বুড়ো ভামগুলির জিভ নয়
চোখ দিয়ে লালা ঝরে।
ওদের শুকিয়ে আঁটি হওয়া মস্তিষ্কে
দুয়েক ফোঁটা হিংসার হরমোন
শুরু করে দেয় সারমেয় সংলাপ।
ওদের ভাই কিংবা বন্ধু হবার অযোগ্য
রসহীন আমসত্ত হৃদয়,
আর পোড়াকাঠ পশ্চাতদেশ,
প্রজ্জলিত হয় চিতার আগুনে।
আমি তাতে কবিতার ঘী ঢালি।
তোমার হয়ে ওই চিন্তাবিবর্জিত
সংগুলির ওপর প্রতিশোধ নেই
নির্ভেজাল বন্ধুত্বের আমন্ত্রনে।
এই মানসিক দারিদ্রে আক্রান্ত
অসময়ে বৃদ্ধ সময়ের আগেই মৃত অমানুষগুলি,
আমরা আছি বলে কিছু কাজ পায়।
আমার বেকার মানুষ ভালো লাগে না।
তার চেয়ে বরং ওরা আমাদের নিয়ে কিছু
হিংসার কবিতা লিখলেও পারে।
আমি সেগুলো ওদের দেয়ালে ঝোলানোর খরচ দিয়ে দেবো
ওয়েস্টার্ন ইউনিয়ন নামের হলদে খামে।
আর কথা দিচ্ছি তোমাকে
ওরকম অপদার্থ ভাম হবার আগেই,
আমি আত্মহত্যা করবো।
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৭
কানিজ রিনা বলেছেন: আপনার ভীমরতি ধরেছে, বুড়োভাম গুল
নিশ্চয় ভাল চায়।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬
বিজন রয় বলেছেন: এত পোস্ট দেন কেন?
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১
চাঁদগাজী বলেছেন:
বিশ্রী বমির মতো গলিত কথার নর্দমা