নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-২৮

১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

প্রিয়তা,
আমার শুধু তোমার মায়াবী চোখ দুটি চোখ মনে পড়ে, আর কিছু না
অবহেলার আগুনে প্রতিদিন বুকে যে আগুন জ্বলে,তার ভেতরে কোথায় যেন খাঁ খাঁ করে শূন্য এক বেদনার নদী জলহীন। আমি শুধু তোমার এক জোড়া চোখের ভেতর ক্লান্তিহীন চেয়ে থেকে জীবনের ভাঙা গড়া দেখি,আমি খুজে যাই আমাকে সবসময় অনন্তকাল।কখনও তো একবার চেয়ে দেখ,এই আবেগ মিথ্যে নয়। মিথ্যে নয় গলার কাছে দলা পাকিয়ে থাকা না বলা অনুভুতি গুলো। চোখ পুড়িয়ে দেয়া অভিমানে তোমাকে দুম করে বলে ফেলতে যেয়ে চুপ হয়ে যাই আমি। মানুষ ভান প্রিয়। সেই ভান করতে পারিনা।মাঝে মঝে তুমি মিশে যাও আমার বেদনার জলে।এই চোখের জলে ভনীতা থাকেনা...এই হাহকর শুধু তোমার জন্যই।আমি তমাকে ভালবাসি এর বাইরে দ্বিতীয় কোন কথা নেই।
তবুও প্রতি রাতে শুধু একবার কি-বোর্ডের ইন্টার প্রেস করার সাহসের অভাবে অপ্রকাশিত থেকে যায় আমার কত শত যে অনুভুতি।কখনও বলতে ইচ্ছে করে"এই শোন আজ আকাশটা তুমিহীনা বড় মেঘলা ছিল" "আজ সারা বিকেলে তোমায় আমি খুব ভেবেছি"কখনও ইচ্ছে করে মুঠোফোনের স্কিনে ভেসে আসুক আপরিচিত কোন নাম্বার অপরিচিত সুরেলা কন্ঠের সাথে হারিয়ে যাই ভিশন রকম ভালোবাসার গল্পে।তারপর হুটহাট করে মনে পরে আরে আমার নাম্বারই তো তোমার কাছে নাই।
একা লাগার ভিশন একলা রাতে ফেসবুকের নীল সাদা দেয়ালে জলজল করতে থাকা সবুজ আলো জানিয়ে ওপাশে কেউ আছে। শুধু জানিয়ে দিতে পারেনা এ পাশের একটি গুমোট প্রান কটি "এই শোন" এতটুকু একটা ডাকের জন্যে ছটফটিয়ে ওঠে।
প্রতিটি মুছে ফেলা অক্ষরের ডট ডট ডট এর ব্যাক স্পেস এর সাথে অনেক গুলো পাজর লিক করে দেয়া 'তোমাকে...হুম, শুধু তোমাকেই মনে পরছে' মিশে থাকে। প্রতিদিন, তোমাকে চাই,তুমি ছাড়া এক একটা ক্লান্ত দুপুরে বলা হলোনা,আমি তুমি হীনতায় পুড়ে যাচ্ছি।
ডিলেট বাটন টা খুব খারাপ জিনিস। শুধু মুছে ফেলতে পারে ওপাশের মানুষটাকে কিছু বোঝাতে পারেনা। কিছুই বোঝাতে পারেনা।অনুভূতির আকাশে ভালোলাগার মেঘ জমতে শুরু করেছিল অনেক দিন ধরে
আর তা হটাত করেই ভালোবাসার বৃষ্টি হয়ে ভিজিয়েছে আমাকে। মন
বৃষ্টিস্নাত আমি হাটছি আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে যেই পথের শেষে তুমি আছো।
বিশ্বাস করো যদি নূন্যতম ভালবাসা না থাকত তবে এতকিছু বলা কখনও সম্ভব হয়ে উঠত না।এতবার হয়তো বলতেও পারতাম না ভালবাসি।মন সবসময় লাভ(profit) দেখেনা,কখনও কখনও পুরাই লাভ দেখে(Love).এই মানুষগুলোকে সবাই বেহিসেবী বলে। আমি গর্ব করে বলি আমি তোমায় বেহিসেবী ভালবাসি।হিসেব করে আলুপটলের ব্যাবসা কর যায়,শেয়ার বাজারের ব্রোকার হওয়া যায় কিমবা চাটার্ড একাউন্টেড হতে পার যায়।যা কিছু বে হিসেবী অগোছালো সেটাই ভালবাসা,আমি তোমায় ভালবাসি।
শুধু এতুকুই জানি এ পথ চলাটা থামবেনা চূড়ান্ত লক্ষ্যে না যওয়া পর্য্যন্ত।
যেথায়
শুধু তুমি আর আমি
আমি আর তুমি
কেবল আমরা দুজন
ইতি
বখাটে মেঘবালক

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

কালনী নদী বলেছেন: বৃষ্টির দিনে লেখাটা পড়ে চমৎকার লাগছে, তবে বারে বারে শ্যাম বালিকার কথাই মনে পড়ছে!
বেদনার নদী জলহীন। -প্রিয়তে-

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.