![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-রহিয়াছো?
-আছি বৈকি!
-কুশলাদি বলিলে প্রীত হইতাম।
-ললাটে ফোঁড়ন উঠিয়াছে, বাকিসব গতকল্য মোতাবেক সঠিক রহিয়াছে।
-বৈকল্যে একবার দেখা করিবার সাধ জাগিয়াছে, দেখা হইবে কি?
-কি হেতু, কহ বিস্তারিয়া।
-দেখিবার সাধ জাগিলে তাহার হেতুর বিচ্ছরন করিবার মনবাসনা হয়না। সখি পরাণের দাগ মুছিয়া ফেলিতে তোমারে স্মরিছি, ফিরাইওনা খালি হাতে।
-বৈকল্যে আব্বাজানের ধবল চুলে মেহেন্দি লাগাইবার সিদ্ধান্ত হইয়াছে। তুমি নিশ্চয়ই আব্বাজানের সিদ্ধান্তকে উষ্ঠা মারিয়া তোমার সহিত দেখা করিতে বলিবেনা?
-সখি আব্বাজানের ধবলচুল মেহেন্দিতে যখন লাল হইবে তখন এই যুবকের প্রজ্জ্বলিত হৃদয় তমশায় ডুবিয়া যাইবে। যুবকের হৃদয় ভাঙ্গিবার সাধ জাগিলে তোমারে বলপ্রয়োগ পূর্বক দেখা করিবার প্রয়াস চালাইবোনা।
-আব্বাজানের চুল যখন মেহেন্দিতে লাল হইবে তখন এই যুবতীর মনটা বৈকালীন ভ্রমণে যুবকের সাথে ঘোরাফেরা করিবে। তোমারে ভাবিয়া ভাবিয়া পূর্ণ বৈকাল ম্লান হইবে বুঝিতেছি।
-ত্বদীয় ভাব বুঝিবার পারিয়াছি। এক খানা বুদ্ধি আসিয়াছে, আব্বাজানকে বলিবে মাস্টারমশাই ডাকিয়াছে। বৈকল্যে তাহার নিকট গণিত ধাতস্ত করিবে।
-সে আশায় গুড়ে বালি। মাস্টারমশাই বৈকল্যে আব্বাজানের সহিত দেখা করিতে আসিবেন।
-কোন কিছু বুঝিবার চাহিনা, তোমাকে আসিতে হইবে!
-পাগলের প্রলাপ বকিবেনা, মেগাবাইট ফুরিয়া অসিতেছে। উহা ব্যতিত অন্য কোন গল্প ফাঁদিতে পারো কিনা দেখিতে পারো?
-সখী মেগাবাইট ফুরিয়া গেলেই কি দেখা করিবার ইচ্ছা চলিয়া যাইবে?
-আহা! তুমি বুঝিতে পারিতেছোনা, আমি অপারগ হইয়া পড়িয়াছি।
-আমি কিছু দেখিতে পারিতেছিনা। বৈকল্যে সুরভী উদ্যানে বসিয়া থাকিব। তুমি না আসিলে অন্য কোন বালিকার হাত ধরিয়া হাঁটিবো, গাছের নিচে বসিয়া কাঠবাদাম চিবাইবো।
-কি?
-বালিকার কাঁধে হাত রাখিব, তাহার ললাটে চুম্বন করিবো, তাহাকে গান শোনাইবো।
-কি?
-বালিকার আঙ্গুলে আঙ্গুল গুজাইয়া গান করিবো, তাহার চুলের ঘ্রাণ নিয়া স্বর্গ-মত্ব একাকার করিব।
-বুঝিয়াছি। আমাকে আসিতে হইবে। আমি আসিব। ঝাঁটা সমেত আসিব।
কৃতজ্ঞতা- আপেল মাহমুদ
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,প্রীত করিলেন
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৪
খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: শাবাশ!
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,প্রীত করিলেন
৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪
এরশাদ বাদশা বলেছেন: দূর্দান্ত!!!
আমার সাধু ভাষার প্রতি বিশেষ দূর্বলতা আছে, এই ভাষায় অনেক রম্য গল্পও লিখেছি। তবে আপনার পোস্টটা দেখে মনে হচ্ছে, সাধু ভাষার পরিধি আসলেই ব্যাপক ও বিস্তৃত!!
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,প্রীত করিলেন
৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭
পুলহ বলেছেন: হাহাহা, পড়িয়া এবং হাস্যরস আস্বাদন করিয়া আপ্লুত হইলাম...
চালাইয়া যান ভ্রাতা!
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,প্রীত করিলেন
৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: মজা পাইলাম তবে দন্ত ভঙ্গিয়া যাইবার যোগাড় হইয়াছে
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: শুনিয়া আমি কৃতার্থ হইয়াছি
৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১
গেম চেঞ্জার বলেছেন: ফাটাফাটি!!! রম্য পোস্ট অব দ্য মান্থ!!!
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,প্রীত করিলেন
৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
চাঁদের অরণ্য বলেছেন: চরম একখান পোষ্ট হইয়াছে। সাধূ সাধূ
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,প্রীত করিলেন
৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৫
হাসান নাঈম বলেছেন: বড়ই সুন্দর হইয়াছে . . প্রীত হইলাম।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাত,প্রীত করিলেন
৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২
ফয়সাল রকি বলেছেন: বুঝিয়াছি। আমাকে আসিতে হইবে। আমি আসিব। ঝাঁটা সমেত আসিব।
আহা... মধু মধু... চমৎকার হইয়াছে।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আসিয়া তোমার পিন্ডি চটকাইবো
১০| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬
শামছুল ইসলাম বলেছেন: হা হা হা ..
//বুঝিয়াছি। আমাকে আসিতে হইবে। আমি আসিব। ঝাঁটা সমেত আসিব। //
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আসিয়া তোমার পিন্ডি চটকাইবো
১১| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
ডি মুন বলেছেন: হা হা হা হা
দুর্দান্ত
অশেষ প্রীত হইলাম
১২| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
ডি মুন বলেছেন: হা হা হা হা
দুর্দান্ত
অশেষ প্রীত হইলাম
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৬
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাত,প্রীত করিলেন
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭
আরণ্যক রাখাল বলেছেন: মজার হইছে!
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬
কালনী নদী বলেছেন: মজার ব্যাপার+++
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
আজিজুর রহমান নিশু বলেছেন: ইহা আমাকে কি দেখাইলেন গুরু
সেই বৈকল্য থেকে হইয়াছে আমার হাসি শুরু
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১
রিদওয়ান হাসান বলেছেন: পুরনো মোড়কে নতুন রূপ হা হা হা
ভালো লাগলো।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
বিজন রয় বলেছেন: ভাল লাগিয়াছে বলিয়া আপনাতে ছোট করিতে চাহিনা।
অতি উত্তম হইয়াছে।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,প্রীত করিলেন
১৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৪
আমিই মিসির আলী বলেছেন: আপেল সাবের লেখা!
মজা পাইলাম।
কবে লিখলো এটা?
১৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০
রাবার বলেছেন: মজা পাইলাম
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,প্রীত করিলেন
২০| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২
কথিত লেখক বলেছেন: ব্যাপক লাগিল বটে, জদিওবা দন্তকুল খুলিয়া যাইবার জোগাড় হইয়াছে
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: হিহিহি
২১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
আলাপচারী বলেছেন: সাধু ভাষার ব্যঞ্জনা অনন্য। সাধু সাধু।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
মামুinসামু বলেছেন: পূর্বের মন্তব্যকারীগণের মত আমারও ইহা এক অসাধারন লেখা বলিয়া মনে হইয়াছে। চালাইয়া যান ভ্রাতা।
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
রাজসোহান বলেছেন: জোস হইয়াছে
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৪
প্রবীন দেব বলেছেন: চমৎকার
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: অতীব চমৎকার হইয়াছে। তবে---
শেষ মন্তব্য দুইটিতে মনে প্রশ্ন জাগিতেছে, ইহা কি তবে চুরির মাল?
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কার্টিসী দেয়া আছে
২৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুন মজা পেলুম।
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৪
মায়াময় বলেছেন: দারুন তো.....
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
আমি ইহতিব বলেছেন: বেজায় আনন্দিত হইলাম
১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২৯| ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪
রোষানল বলেছেন: কিছুটা বোধগম্য হইয়াছে
২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতার্থ হইয়াছি
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪
তাসলিমা আক্তার বলেছেন: হা হা হা ভালো লাগলো।