নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

" অপ্রকাশিত চুমু জলজ অনুভূতির মত ;

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৭

" অপ্রকাশিত চুমু জলজ অনুভূতির মত ;
যেন উল্লসিত খোলা চুলকে চিন্তা করে -
মাটিতে ইনকাম ট্যাক্সের দাবি হয়ে মিশে গেছে ।
প্রতিটি শতাব্দী জুড়ে ,
উড়ে বেরিয়েছ পৃথিবীর কল্পনায় ,
ধরা দিয়েছ রাজপথে হেঁটে আসা
আমার মত কারো চুপচাপ দীর্ঘশ্বাসে ।
এরপর মমতার বিরাম চিহ্ন বসিয়েছ ।
তোমার একেকটি আঙুল একেকটি শতাব্দী ,
গভীর প্রতীজ্ঞার কসম -
আমার বুকে থেমে আছে জমজমাট
আলোকবর্ষ ।
আমার দিকে তাকাও -
আমি খসে যাওয়া ইলেকট্রনের আকুতি ,
গৃহস্থালী দুর্দশায় আক্রান্ত গবাদি পশুর অবাধ্যতা ,
পরাবৈদ্যুতিক বিভ্রমে খুঁজে বেড়াচ্ছি বিশ্রাম ,
পর্ন ম্যাগাজিনের জোড়া লেগে যাওয়া দুটি পৃষ্টার
মধ্যবর্তী
আটকে পড়া প্রাচীন বীর্যের -
জাগতিক নিষ্ফলতার অত্যুক্তি ছাপিয়ে
কেঁপে উঠছি
আমি কেঁপে কেঁপে উঠছি. "

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.