![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয় হানে ঐ চাহুনী,
আমি আর কিছু দেখিনা তাই।
অথচ তুমি কি নির্বোধ!
প্রেমদগ্ধ এই আমাকে বুঝতে গিয়ে,
প্রতিনিয়ত হৃদয়ে ঠুকে যাচ্ছ
বারুদের দিয়াশলাই
তোমার জানা উচিৎ হবে,
এই পাগল আমি সবখানেতে তোমাকে দেখি
কিন্তু তোমায় তা বুঝাতে প্রতিবার ব্যার্থ হয়েছি।
ব্যর্থ না তোমার ঐচ্ছিক ভনিতা?
তুমি তো বেশ কাঁচ ভাঙ্গা মিষ্টি হাসি দিতে পারো,
হরিনীর নয়ন দিয়ে খুন করতে পারো শতবার।
আমি তোমাকে দেব এক জীবনের বিশুদ্ধ প্রেম,
সত্যিই দেবো,তুমি চাইলে দেবো বা না চাইলেও দেবো।
তোমার এই বদ্ধ পাগলটা আর কিছুই না পারুক,
বেহায়ার মত তোমাকে হৃদয়ে রেখে প্রতিদিন,
তোমারই জন্যে শতশত বার মরতে পারে।।
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা মে, ২০১৬ রাত ২:৪৩
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল , বেশ
০১ লা মে, ২০১৬ সকাল ১১:১০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার মনমুগ্ধকর।