![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেই শ্রমিক টা সপ্তাহে ৬ দিন হাড়ভাঙ্গা খাটুনি করে শুক্রবারে তার পরিবার নিয়ে মধুমিতায় সিনেমা দেখতে যায়,তার অনাবিল হাসিতে ভালোবাসা লুকিয়ে আছে।অথবা সেই গার্মেন্স কন্যা যে ১৮ ঘন্টা পশুর মতো পরিশ্রম করে,মাসের প্রথম বেতন পেয়ে লাল নিল রং মেখে সবাই মিলে ঘুরতে যায় তার আনন্দে ভালোবাসা মিশে আছে।আথবা সেই রিক্সাওয়ালা ঘেমে নেয়ে রিক্সা চালিয়ে যে ইট বিছানো হোটেলে সস্তায় তৃপ্তি সহকারে খায় তার এই খাওয়াতে ভালোবাসা লুকিয়ে আছে,অথবা সেই ছেলেটা লুকিয়ে লুকিয়ে প্রতিদিন গরমে ঘেমে,বর্ষাতে নেয়ে,শীতে কাঁপতে কাঁপতে তার প্রিয়তমাকে দেখে তৃপ্তিতে নয়ন জুড়ায়,তার চাহুনি তে ভালোবাসা লুকিয়ে আছে অথবা তোমার জন্য অনন্ত অপেক্ষা করা সেই ছেলেটার ,একসাথে বৃষ্টিতে ভিজবে বলে তার বৃষ্টিতে ভিজা হয়না সেই টাই ভালোবাসা,
লালনীল আলোয় ডিনার করা,কে এফসি তে চিকেন খাওয়া আর লিটনের ফ্লাটে যাওয়াকে ভালোবাসা বলেনারে পাগলা।
©somewhere in net ltd.