![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুমু কাব্য
তোমার সারা শরীরে চুমুতে চুমুতে
আমার ঠোঁটের ভালোবাসায়
তোমায় খুন করে ফেলতেও আমি রাজি আছি
যদি শাস্তি হিসেবে তোমার বুকের
মধ্যেখানে আজীবন কারাদণ্ড দাও।
আকাশনীলা
বুঝলে আকাশনীলা তোমায় দেখে হৃদয় ঢিলা
চিবিয়ে খাচ্ছো মোর হার কলিজা গীলা
তবুও তোমাতে মজে মন হচ্ছে ভিলা
লালন কয় লেখরে মনা খোদাই করে নাম তোমারই পাথরশীলা।
তুমি আমার ষষ্ট মৌলিক অধিকার
প্রিয়তমা,
ভাবছি ভালবাসার ফ্যাক্টরিতে কাজ নেব
মাস শেষে পকেট ভরে আনব ভালবাসা
তার পর দুজনে মিলে বাজার থেকে কিনব ভালবাসা
তুমি ভালবাসা রাঁধবে আমি খাব ভালবাসা।
আমাদের জীবন হবে ভালবাসাময়
জানতো, খাবারে লবন কম বা বেশি হলেও
তাতেও আমার চলে যায় যদি সবকিছু হয় তুমিময়
তোমার উষ্ণ হৃদয় চাই যার দৈর্ঘ প্রস্থ দুদিকেই ভালবাসা
দুটো চোখ চাই সাধারণত্বে যা হবে অসাধারন
যা হবে আমাকে খুন করার সাধারন অথচও ধারলো হাতিয়ার
তুমি জানতো তুমি আমার ষষ্ঠ মৌলিক অধিকার।
২৭ শে জুন, ২০১৭ রাত ২:২০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: মেতে উঠুন মাদকতায়
২| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৫৯
খায়রুল আহসান বলেছেন: প্রেমের উষ্ণ অনুভবে হয়তো বিভোর কবি, তাই কবিতায় এত মাদকতা!
২৭ শে জুন, ২০১৭ রাত ২:২১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কবি সবসময় বিভোর থাকে মানব নয়তো প্রকৃতি প্রেমে
৩| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৮:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগল
২৭ শে জুন, ২০১৭ রাত ২:২১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
৪| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৯
নাগরিক কবি বলেছেন: সুন্দর
ঈদ মুবারক
২৭ শে জুন, ২০১৭ রাত ২:২২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ঈদ মোবারর্ ক
৫| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদের মাঝে এত গহন প্রেমের মাখামাখি বাহ ....
মুগ্ধতায় ঈদ শুভেচ্ছা
++++
২৭ শে জুন, ২০১৭ রাত ২:২৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা
৬| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ১:২২
সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা দেখি টাকার মতই গুরুত্বপূর্ণ ।
২৭ শে জুন, ২০১৭ রাত ২:২৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ভালবাসা ৬ষ্ঠ মৌলিক অধিকার
৭| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
দরজার ওপাশে আমি বলেছেন: আমি আবার প্রেমে পড়তে চাই, অনেক ভাল লাগলো কবিতাটি পড়ে।
২৮ শে জুন, ২০১৭ ভোর ৪:০২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৪৩
বিজন রয় বলেছেন:
যদি শাস্তি হিসেবে তোমার বুকের
মধ্যেখানে আজীবন কারাদণ্ড দাও
তোমার উষ্ণ হৃদয় চাই যার দৈর্ঘ প্রস্থ দুদিকেই ভালবাসা
মাদকতা নিয়ে গেলাম।