![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তুমি পেতে চাও শান্তির পৃথিবী
সবকিছু বাদ দিয়ে দেখ শুধু বিটিভি
খুশীতে গদগদ রংপুরের চাষীরা
মাছ বেচে লাখোপতি খুলনাবাসীরা
মাঠ হলো সোনালী বাতাবি লেবুতে
সেল্ফি আপলোডায় খুশীতে ফেবুতে
হেডিং এ বলছে "কত সুখ আহারে!"
তরমুজের ক্ষেত হচ্ছে মাটিরাঙার পাহাড়ে
বিম্পির আমলে চাষী ছিল ভাবনায়
মূলা চাষে কোটিপতি পাওয়া গেছে পাবনায়
ঢেড়শের বিচিতে ফল হবে দ্বিগুণে
লাভ হলো তিন গুণ করলা বেগুণে
স্বাবলম্বী হয়ে গেল চুয়াডাঙ্গার পুলিশ
পার্ট টাইম চাষ করে পুকুরের ইলিশ
ফুলকপির চারা বেচে ধনী হলো সখিনা
বুবুজির আমলে অভাব আর দেখিনা
-সানবীর খাঁন অরণ্য
২| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: নগদের নামে লেনদেন
সবই দেখি বাকী,
দুইদিনের দুনিয়ায়
সবকিছু ফাকি।
৩| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১
সাইন বোর্ড বলেছেন: বিচিভি ছাড়া তো অার কোন তৈল জাতীয় পদার্থ পাওয়া গেলনা ।
৪| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৯
করুণাধারা বলেছেন: কবিতায় ++++
৫| ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫
মিখু হোসাইন তিতু বলেছেন: শান্তির পৃথিবী চাই