নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার ভ্রুণ

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০







দশ মাস দশ দিন আগে দিয়েছিলাম প্রেমের প্রস্তাব

তারপর অপেক্ষা; কবে প্রসব হবে ভালোবাসা, জমবে ভাব।

কতো আয়োজন, ভালোবাসার ভ্রুণকে ঘিরে-

বাড়ছিলো তা সতেজ হয়ে, অতি ধীরে ধীরে

কিন্তু দশমাস এগারো দিন হয়ে গেলো পার

বুঝেছি, হয়নি সফল নিষেক, দোষ ছিলো তোমার-আমার

কিম্বা হয়তো এটা তৃতীয় কারুর দোষ

ঈর্ষাণ্বিত হয়ে মিটিয়েছে সে তার রোষ!

ভাইরাসের মতো আগাত করেছে সে ভ্রুণটিকে

কুঁড়ে কুঁড়ে পুড়ে মরেছে ভালোবাসা, ঘৃণা ছড়িয়ে চারদিকে

হোক। আবার করবো প্রেমের বীজ বপন!

অংকুরোদগম হবে, হয়ে সুস্থ পরিস্ফুটন

এবার কোনো অণুজীব বা জীবাণুকে দেবো না সুযোগ

আমাদের মাঝে ঢুকে জাগাতে পারবে না ঘৃণা-রোগ

ভুল ছিলো আমার, মানছি। ছড়িয়েছি এবার ওষুধ।

ব্যাক্টেরিয়ার মতো তৃতীয় পক্ষ পালাবে শনি, মঙ্গল, বুধ

আবার অপেক্ষা দশ মাস দশ দিনের হয়তো

দেখা যাক, হয় কিনা, ভালোবাসার জয় তো

হবো কি আবার, বিরহে উদ্ভাসিত নীল বর্ণ?

কে জানে? ঘটতে পারে আমার মরণ ও!



১৪/০৯/ ১২

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

শূন্য পথিক বলেছেন: +

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

সন্ধি মুহিদ বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

সন্ধি মুহিদ বলেছেন: :)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

পেন্সিল চোর বলেছেন: জটিল

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

সন্ধি মুহিদ বলেছেন: :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

দহন আহমেদ বলেছেন:

দারুণ লিখেছেন! B-))

২ নং ++++++! :)

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

দহন আহমেদ বলেছেন:

দারুণ লিখেছেন! B-))

২ নং ++++++! :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

সন্ধি মুহিদ বলেছেন: ভালো লাগে তখন!
পেলাচ দেয় যখন
আহমেদ দহন!

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: নাইস থিম! পছন্দ হৈছে। :)

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

সন্ধি মুহিদ বলেছেন: ধইন্যবাদ আফা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.