নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

একটি অর্থহীন কবিতা

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

সেথায় কোনো মানব ছিলো না

ছিলো না কোনো দানব

কেবল ছিলো সবুজ;

সেথায় ছিলো না বৃত্ত - ত্রিভুজ

কেবল ছিলো বিন্দু কতক

আনন্দ , উত্তেজনা আর অজানা কিছুর;

সেথায় ছিলো না সকাল - দুপুর

ছিলো কেবলই বিকেল

আর সাথে তার কোমল রোদ্দুর

আর তার মায়াময় তৃপ্তি ;

সেথায় ছিলো না ধাতব বর্ণ

আকাশ ছিলো ধূসর

আলোয় ধূলোয় সব একাকার

নীলের সাথে কুমড়ো লতার;

আর কি যেন সব ছিলো

জানিনে সেসব কিছু

মেখেছি গায়ে শুধু সূর্যের আলো;

নীল ছিলো না

ছিলো না কেবলই নীল . . .

যা ছিলো তাই মেখেছি গায়ে. . .

আনন্দানুভূতি অশ্রু হয়ে পড়েছে ঝরে . . .

তুলিনি তার কিছুই . . .

ফেলে সব এসেছি আমি সেথায়।









একটি অর্থহীন কবিতা



সন্ধি মুহিদ

২০১১

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: প্রশ্ন ১। "একটি অর্থহীন কবিতায়" কবি সন্ধি পালোয়ান কি বলতে চেয়েছেন বুঝিয়ে লেখ।

প্রশ্ন ২। ব্যাখ্যা লিখঃ
"ছিলো না কেবলই নীল . . .
যা ছিলো তাই মেখেছি গায়ে. . .
আনন্দানুভূতি অশ্রু হয়ে পড়েছে ঝরে . . .
তুলিনি তার কিছুই . . .
ফেলে সব এসেছি আমি সেথায়।"

২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

সন্ধি মুহিদ বলেছেন: সৃজনশীল প্রশ্ন করেন। এখন এইগুলা চলে না

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.