নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

সিদ্ধান্ত নিন

২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮

তখনো আনিকার প্রেমে পড়িনি। তাই টাকা জমিয়ে বা চুরি করে মোবাইলে না ভরে গল্পের বই কিনতাম। আমাদের স্কুলের কাছে এক চেনা গল্পের বইএর দোকান ছিলো। বাসা থেকে হেঁটে স্কুলে গিয়ে, রিক্সা ভাড়া বাঁচিয়ে টাকা জমাতাম।

এক দিন বইএর দোকানে ঢুকে বই দেখছিলাম লোভী চোখে। কোন বইটা এর পর কিনবো। কোনটা কেনার টাকা আমার আছে। হাতে নিয়ে উল্টেপাল্টে দেখছিলাম।

তখন এক আন্টি তার শিশুপুত্রকে নিয়ে দোকানে ঢুকলেন খাতা-কলম কিনতে। ওনার চোখ পড়লো আমার উপর। আমার গায়ে ছিলো স্কুল্ড্রেস। উনি বললেন, "তুমি কোন ক্লাসে পড়ো?"

বললাম, "ক্লাস টেন।"

উনি গজগজ করলেন, "এস এস সি দিবা না? এখন কীসের গল্পের বই? এখন কি এগুলা পড়ার সময়? ... প্যান প্যান প্যানানি..."

আমি পাত্তা দিলাম না। এগুলো শুনে অভ্যেস আছে। শুধু তার শিশুপুত্রের দিকে তাকিয়ে অসহায় ভাবে মাথা নাড়লাম। বাচ্চাটার ভবিষ্যৎ অতিশয় কষ্টের। :/

...

আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বাচ্চাকে আমি পড়ার চাপ দিবো না। নিজে যে নরকযন্ত্রণা ভোগ করেছি, সেটা আর কাউকে দেবো না।

আপনিও সিদ্ধান্ত নিন। ট্রাস্ট মি, এতে সুফলই বয়ে আনবে। -_-

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০৬

মিলন মো রাকিব বলেছেন: ভালো লাগল ভাই । ..........

২| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ঠিক সিদ্ধান্তই নিযেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.